বাংলা গদ্যের জনক কে?

A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C উইলিয়াম কেরি

D হরপ্রসাদ শাস্ত্রী

Solution

Correct Answer: Option B

বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন ।বিদ্যাসাগর বাংলা গদ্যকে সুললিত শব্দবিন্যাস ,পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন । তার উল্লেখযোগ্য  গদ্য সাহিত্য গ্রন্থঃ
- "প্রভাবতী সম্ভাষণ",
- "অতি অল্প হইল",
- "আবার অতি অল্প হইল",
- "ব্রজবিলাস",
- "সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব" ,
- "বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব",
- "বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার" প্রভৃতি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions