....allow the user to automate frequently used formatting settings.
A Merges
B Macros
C Task pans
D Add Ins
Solution
Correct Answer: Option B
Macros হল কিছু নির্দেশনাবলি যা একটি নির্দেশ হিসেবে সংরক্ষিত করে রাখা যায় এবং পরবর্তীতে একটি নির্দেশ দিয়ে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায় ।সাধারণভাবে যেকোন কাজ করার জন্য পরপর অনেকগুলো কমান্ড দিতে হয় ।এভাবে একই ধরনের কোন কাজ বারবার করতে হলে একই ধরনের অনেকগুলো কমান্ড বারবার দিয়ে হয় ।এতে অনেক সময় অপচয় হয় ।