Joint Recruitment Test for 8 Banks (SO) [03-09-2019, AUST (80 টি প্রশ্ন )

WordArt, clipart, and drop caps সবগুলোই হলো গ্রাফিক্স সমাধান যা ওয়ার্ড প্রসেসরে ব্যবহার করা হয়। 
 
- WordArt হল একটি টেক্সট-ফরম্যাটিং সিস্টেম যা ইউজারকে টেক্সটে বিশেষ প্রভাব যোগ করতে দেয়, যেমন shadows, outlines, and 3D effects। 
-clipart হল পূর্ব-তৈরি ছবিগুলির একটি সংগ্রহ যা একটি ফাইলে সন্নিবেশ করা যায়। 
-drop caps হচ্ছে বড়, প্রাথমিক অক্ষর যা একটি অনুচ্ছেদ শুরু করতে ব্যবহৃত হয়। 
এই সমস্ত গ্রাফিক্স solutionsগুলি একটি ওয়ার্ড প্রসেসর নথিতে visual interest যোগ করতে ব্যবহার করা হয়। 
 
Here are some additional graphics solutions that can be used in word processors: 
-Shapes 
-Tables 
-Graphs 
-Charts 
-Pictures 
-Videos.

MS Word 2007 এর পূর্ববর্তী সংস্করণগুলো মেনুবারের File মেনু থেকে Page setup Sub মেনুতে Page Formatting এর অনেকগুলো অপশন পাওয়া যায় । তবে MS Word 2007 বা তার পরবর্তী সংস্করণে এই অপশনগুলো মেনুবারের Page Layout মেনুতে পাওয়া যায় ।





In computing, a hyperlink, or simply a link, is a reference to data that the user can follow by clicking or tapping. A hyperlink points to a whole document or to a specific element within a document. Hypertext is text with hyperlinks. The text that is linked from is called anchor text.
 
সহজভাবে বলতে গেলে, একটি ওয়েবসাইটে একটা পেইজের সাথে অন্য পেইজ লিংক করে হাইপার লিঙ্কের মাধ্যমে। হাইপার লিঙ্কে ক্লিক করলে রেফারেন্স পেইজটি ওপেন হবে। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




- মুদ্রাস্ফীতির সময় মানুষের হাতে নগত অর্থের প্রবাহ বেড়ে যাওয়ায় দ্রব্যমূল্যের ঊধ্‌বগতি দেখা দেয় ।
- এই সময় যদি বেশি পরিমাণ করারোপ করা হয় তাহলে মানুষের প্রকৃত আয় কমে যায় ।
- আয় কমে যাওয়ার ফলে সামগ্রিক চাহিদা কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় ।





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

প্রশ্নে বলা হচ্ছে, একটি বাক্সে 5টি গোলাপী, 3টি সবুজ এবং 2টি হলুদ রংয়ের বল আছে । 3টি বল বাক্সে হতে দৈবভাবে চয়ন করা হলে ঐ 3টি বলের কোনোটাই সবুজ না হবার সম্ভাবনা কত ? 

মোট বল রয়েছে = 5+3+2 = 10 

গোলাপী ও হলুদ বল ( সবুজ নয় ) রয়েছে = 5+2 = 7টি 
10টি হতে 3টি বল বাছাইয়ের সংখ্যা হলো  = 10C3
                                                    = 10×9×8/3×2×1
                                                    = 120

7টি সবুজ নয় এমন বল হতে 3টি বল বাছাইয়ের সম্ভাবনা = 7C3 = 7×6×5/3×2×1 = 35 

নির্ণেয় সম্ভাব্যতা = 35/120  = 7/24 
প্রশ্নে বলা হচ্ছে A, B এর চাইতে দুই গুণ বেশি গতিতে কাজ করে । তারা একত্রে 16 দিনে কাজটি শেষ করলে A একাকী কাজ শেষ করতে কত দিন সময় নিবে ? 

ধরি, A কাজটি করে x  দিনে ও B কাজটি করে 2x দিনে 
A এবং B একত্রে 1 দিনে করে = ( 1/x + 1/2x ) অংশ কাজ 

প্রশমতে, ( 1/x + 1/2x ) = 1/16 => 2+1/2x = 1/16 

=> 3/2x = 1/16 
=> 2x = 48 

x = 48/2 = 24 

অর্থাৎ A কাজটি একাকী করে 24 দিনে । 


প্রশ্নে বলা হচ্ছে, A এবং B একটি কাজ 12 দিনে করে । B কাজটি 18 দিনে করে । কাজটির 2/3 অংশ সম্পন্ন করতে A কত সময় নিবে ? 

( A + B ) এর 1 দিনের কাজ 1/12 অংশ 

আবার, B এর 1 দিনের কাজ = 1/18 অংশ 

A'র 1 দিনের কাজ = ( 1/12 - 1/18 ) = ( 3-2/36 ) = 1/36 অংশ 

অর্থাৎ 1/36 অংশ কাজ A করে = 1 দিনে 

1 বা সম্পূর্ন অংশ কাজ A করে = 36×1/1 = 36 দিনে 

2/3 অংশ কাজ A করে = 36×2/3 = 24 দিনে 

তাহলে দেখা যাচ্ছে, A কাজের 2/3 অংশ করে 24 দিনে । 
প্রশ্নে বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 7 : 4 . সংখ্যা দুটির সাথে 8 যোগ করা হলে অনুপাতটি দাঁড়ায় 13 : 8 ক্ষুদ্রতর সংখ্যাটি কত ? 

ধরি, একটি সংখ্যা 7x এবং সংখ্যাটি 4x 

প্রশ্নমতে, 7x+8/4x+8 = 13/8 

=> 56x + 64 = 52x + 104 
=> 4x = 104-64 = 40 

x = 40/4 = 10 

অতএব, ক্ষুদ্রতর সংখ্যাটি = 4x = 4 × 10 = 40 . 
প্রশ্নে বলা হচ্ছে, 'A' এর আয় 'B' এর চেয়ে 20% বেশি । 'B' এর আয় 'C' এর চেয়ে 25% কম । 'A' এর আয় 'C' এর আয় অপেক্ষা শতকরা কত কম ? 

ধরি, 'C' এর আয় 100 টাকা 
'B' এর আয় = ( 100-25% of 100 ) টাকা 
                = ( 100 - 25 ) টাকা = 75 টাকা 

'A' এর আয় = ( 75+20% of 75 ) টাকা 
                = ( 75 + 20×75/100 ) 
                = ( 75 + 15 ) টাকা 
                = 90 টাকা 

অতএব, 'C' হতে 'A' এর আয় কম = 100 - 90 = 10 টাকা 

শতকরা পরিমাণ = ( 10×100/100)% = 10% 
প্রশ্নে বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত  4 : 5. সংখ্যা দুটি হতে 4 করে কমালে তাদের অনুপাত হয় 3 : 4 . কিন্তু সংখ্যা দুটির সাথে 4 করে  যোগ করা হলে তাদের অনুপাত কত হবে ? 

ধরি, সংখ্যা দুটি যথাক্রমে 4x এবং 5x 

প্রশ্নমতে, 4x-4/5x-4 = 3/4 

=> 16x - 16 = 15x - 12 
=> 16x - 15x = 16 - 12 

x = 4 

অতএব, একটি সংখ্যা 4x =  4 × 4 = 16 
এবং অপর সংখ্যা 5x = 5 × 4 = 20 . 

নির্ণেয় অনুপাত = ( 16+4 ) : (20+4) = 20 : 24 = 5 : 6 
প্রশ্নে বলা হচ্ছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 15 সেকেন্ডে একটি মেইল ফলক অতিক্রম করে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের অপর একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে । দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত ? 

ট্রেনের সাপেক্ষে মাইফলকের দৈর্ঘ্য 0 ধরে নিয়ে ট্রেনের গতিবেগ বের করতে হবে । এক্ষেত্রে ট্রেনটি 150 মিনিট দূরত্ব অতিক্রম করে 15 সেকেন্ডে, তাই 

প্রথম ট্রেনের গতিবেগ  = 150/10ms-1

এখন ধরি দ্বিতীয় ট্রেনের গতিবেগ x ms-1 
যেহেতু, ট্রেন দুটি বিপরীত অভিমুলী, তাই আপেক্ষিক বেগ হবে ( x+10 ) ms-1 

এখন, আমরা জানি, ট্রেন দুটি সাক্ষাতের সময় নির্ণেয়র সূত্রঃ d1+d2/v1+v2 [ d1= ১ম ট্রেন দৈর্ঘ্য; d2= ২য় ট্রেনের দৈর্ঘ্য; v1= ১ম ট্রেনের বেগ; v2= ২য় ট্রেনের বেগ ] 

তাই, 12 = 150+120/10+x 

=>  12 = 300/10+x 
=> 12(10+x) = 300 
=> 10+x = 300/12 = 25 

x = 25-10 = 15 

অর্থাৎ দ্বিতীয় ট্রেনের গতিবেগ 15 ms-1 = ( 15×18/5 )

                                                  = 54 km/hr 
প্রশ্নে বলা হচ্ছে, একটি ট্রেন A স্টেশন হতে 7 টার সময় ছেড়ে দিয়ে B স্টেশনে 11 টার সময় পৌছায় । অপর একটি ট্রেন B হতে 8 টার সময় ছেড়ে দিয়ে A স্টেশনে 11:30 মিনিটে পৌছায় । ট্রেন দুটি কখন পরস্পরকে অতিক্রম করে ? 

প্রথম ট্রেনটি A হতে B তে যেতে সময় নেয় = 11-7 
                                                     = 4 ঘন্টা 

দ্বিতীয় ট্রেনটি B হতে A তে যেতে সময় নেয় = 11.0-8 = 3.30 = 31/2 =7/2 ঘন্টা 

এখন ধরি, স্টেশন দুটির মধ্যবর্তী দুরত্ব x km 
অতএব, প্রথম ট্রেনের গতিবেগ =  x/4 kmph 

দ্বিতীয় ট্রেনের গতিবেগ = x/(7/2) = 2x/7 kmph 

আবার ধরি 7 টার পরে ত্রেন দুটি t ঘন্টা পরে সাক্ষাৎ করে । 
এই সময়ে প্রথম ট্রেন যায় xt/4 km এবং দ্বিতীয় ট্রেন 8 টায় রওনা দেয় বলে সে (t-1) ঘন্টা চলবে । 

দ্বিতীয় ট্রেন এই (t-1) ঘন্টা যায় = 2x(t-1)/7km 

এখানে, xt/4 + 2x(t-1)/7 = x 

=> 7xt +8xt - 8x/28 = x 
=> 15xt - 8x = 28x 
=>15t - 8 = 28 [ উভয় পক্ষে x দ্বারা ভাগ করে ]  
=> 15t = 36 
=> t = 36/15 = 2.4 ঘন্টা 

=> t = 2 ঘন্টা [ কারণ, 1 ঘন্টা = 60 মিনিট ] 
t=2 ঘন্টা 24 মিনিট  [ ∴ 0.4 ঘন্টা = 60×0.4 = 24 মিনিট ] 

তাহলে ট্রেন দুটি 7 টায় 2 ঘন্টা 24 মিনিট পর সাক্ষাৎ করবে, অর্থাৎ 9.24 মিনিটে সাক্ষাৎ করবে ।
প্রশ্নে বলা হচ্ছে, স্থির পানিতে রহিমা 16 kmph বেগে যেতে পারে । স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার তিঙ্গুণ সময় লাগবে । স্থির পানিতে তার বেগ ও স্রোতের বেগের পার্থক্য ? 

ধরি, স্রোতের বেগ x kmph 
স্রোতের অনুকূলে বেগ = ( 16+x ) kmph 
এবং স্রোতের প্রতিকূল বেগ = ( 16-x ) kmph

প্রশ্নমতে, 16 + x = 3 ( 16-x ) 

=> 16+x = 48 - 3x 
=> x + 3x = 48 - 16 = 32 
=> 4x = 32 

x = 8 

অতএব, স্রোতের বেগ 8 kmph 
স্থির পানিতে নৌকার বেগ/ নিজের সাঁতরানোর বেগ ও স্রোতের বেগের পার্থক্য = 16 - 8 = 8 kmph 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রশ্নে বলা হচ্ছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 kmph. স্রোতের বেগ 3 kmph হলে স্রোতের অনুকূলে 52 km  যেতে নৌকাটি কত সময় নিবে ? 

ধরি, স্রোতের অনুকূলে বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ 
                                  = 10 + 3 = 13 kmph 

অতএব, নির্ণেয় সময় = দূরত্ব/বেগ = 52/13 ঘন্টা । 

সময় = 4 ঘন্টা 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0