Solution
Correct Answer: Option B
- যেসকল সমাস কোনো নিয়মের অধীন নয়, তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ;
- নরাকারের পশু যে = নরপশু।
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি (অলুক বহুব্রীহি);
- ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান (নঞ বহুব্রীহি);
- কানে কানে যে কথা = কানাকানি (ব্যতিহার বহুব্রীহি)।