Solution
Correct Answer: Option B
- Know বা জানার প্রবল আগ্রহ যেমন Curiosity (কৌতূহল) সৃষ্টি করে, ঠিক তেমনি Travel (ভ্রমণ) এর প্রবল আগ্রহই Wanderlust (ভ্রমণ পিপাসা) তৈরি করে।
অন্যদিকে,
- Temptation (প্রলোভন): Conquer (জয় করা);
- Starvation (অনাহার): Eat (খাওয়া);
- Humor (কৌতুক রসবোধ): Laugh (হাসি)।