Solution
Correct Answer: Option A
- Reproach (নিন্দা করা) এর তীব্র মাত্রাকে যেমন Upbraid (গালাগাল বা কঠোর ভর্ত্সনা) বলে, তেমনই Like (পছন্দ করা) এর তীব্র মাত্রাকে Dote (অতি স্নেহ বা ভক্তি করা) বলে।
অন্যদিকে,
- Lag (খুব ধীরে চলা): Stray (বিপথগামী হওয়া);
- Vex (উত্তক্ত করা): Annoy (বিরক্ত করা);
- Humor (কৌতুক রসবোধ): Laugh (হাসি)।