As per a recent discovery, Earth's High-Energy Electrons may contribute to water formation in which body?

A Moon

B Mercury

C Mars

D Sun

E None

Solution

Correct Answer: Option A

- ২০০৮ সালে ভারতের পাঠানো চন্দ্রযান-১ এর তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, পৃথিবীর ইলেকট্রন চাঁদের আবহাওয়ায় অবদান রাখছে।
- এই ইলেকট্রন চাঁদে পানিও সৃষ্টি করছে।
- ম্যাগনেটোস্ফিয়ার নামক একটি চৌম্বকক্ষেত্র পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে।
- এই চৌম্বক ক্ষেত্রটি পৃথিবীর রাতের অংশে একটি লম্বা লেজ তৈরি করে।
- লেজটি উচ্চ শক্তির ইলেকট্রন এবং আয়ন দ্বারা গঠিত, যা মূলত পৃথিবী ও সৌরবায়ু থেকে উৎসারিত হয়।
- সৌরবায়ু দ্বারা বহন করা ইলেকট্রন গুলো চাঁদে পানি সৃষ্টি করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions