What is the process where the river abandons its old river channel and forms a new one?
Solution
Correct Answer: Option A
- যখন দ্রুত গতিসম্পন্ন নদী কোন কারণে গতিপথ পরিবর্তন করে নতুন কোন নদী বা নালার সৃষ্টি করে তাকে Avulsion বলে।
- উল্লেখ্য, ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হয়ে এর দিক পরিবর্তন হয়।
- ১৭৮৭ সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে বয়ে যেত। পরবর্তীতে এর নতুন শাখানদীর সৃষ্টি হয় যা যমুনা নামে পরিচিত।