The average salinity of sea water is ______.
A 1%
B 2.5%
C 3.5%
D 5%
E None
Solution
Correct Answer: Option C
- পৃথিবীর বুকে সঞ্চিত মোট পানির পরিমাণ হচ্ছে ১.৪ × ১০৯ ঘন কিলোমিটার।
- এর পানির ৯৭.৬২% রয়েছে সমুদ্রে।
- আর সমুদ্রের পানি হলো লবণাক্ত।
- বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় ৩.৫% (৩৫ গ্রাম/লিটার)। এর অর্থ ১ কিলোগ্রামে ৩৫ গ্রাম লবণ দ্রবীভূত রয়েছে।