According to the 'Travel and Tourism Development Index-2024', what is the rank of Bangladesh?
A 102
B 107
C 109
D 111
E None
Solution
Correct Answer: Option C
- ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২৪ এ ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে।
- সূচকের শীর্ষে রয়েছে স্পেন এবং সর্বনিম্নে রয়েছে ক্যামেরুন।