দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে-এ বাক্যে দেবতার পদটি-
Solution
Correct Answer: Option A
- যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্যে ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে " দেবতার" পদটি সম্প্রদানে ৬ষ্ঠী।
দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে - এখানে এটা বুঝানো হচ্ছে যে দেবতার খুশির জন্য যে দক্ষিণা বা সম্মানী নির্ধারণ করা হয় তা কেউ আবার ফেরত নিয়ে যায় না। কেউ যখন মসজিদে বা মন্দিরে দান করার উদ্দেশ্যে কিছু টাকা নির্দিষ্ট করে তখন সেই টাকা সে অন্য কোনো খাতে ব্যয় করে না। তার মানে মালিকানা ত্যাগ করে দান বুঝাচ্ছে। তাই "সম্প্রদান" হবে।
সোর্সঃ ধ্রুব বাংলা।