Who is called 'Believer in Pantheism'? 

A S.T. Coleridge

B John Keats

C William Wordsworth

D P.B. Shelley

Solution

Correct Answer: Option C

- William Wordsworth (১৭৭০-১৮৫০) 'Poet of Nature' নামে পরিচিত।
- তিনি রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি ছিলেন।
- তার লেখা Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা হয়, এজন্য তাকে "The Father of Romantic Age" বলা হয়।
- যদিও Lyrical Ballads, William Wordsworth এবং Samuel Taylor এর যৌথ প্রকাশনা, তবে এতে William Wordsworth অবদান ছিল সবচেয়ে বেশি।

তার কয়েকটি পরিচিত উপাধি হলো:
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet
- Believer in Pantheism
- Father of Romantic Age

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions