Solution
Correct Answer: Option B
Phrase হচ্ছে একাধিক শব্দের সমষ্টি যাতে কখনো কোন finite verb থাকেনা। এরা আলাদাভাবে কোন পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে সাহায্য করে।
-যেসকল phrase বাক্যে adjective এর মত কাজ করে তাদেরকে adjective phrase বলে।
-যেসকল Phrase বাক্যে Adjective এর মতো কাজ করে অর্থাৎ বাক্যের Noun/pronoun কে Modify বা বিশেষায়িত করে তাদেরকে Adjective Phrase বলে।
বাক্যটিতে underline করা অংশটুকু modify করে noun কে এবং এটি adjective এর মত কাজ করে তাই এটি একটি adjective phrase বলে।