তিনটি প্যাকেজিং মেশিনের এক ব্যাচ ট্যাবলেট প্যাকেজ করতে যথাক্রমে ৪, ৫, ও ৬ ঘন্টা সময় লাগে। দুটি মেশিনসর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারবে?

A    ৯/২০ অংশ

B    ১১/৩০ অংশ

C    ৯/২২ অংশ

D    ৭/২০ অংশ

Solution

Correct Answer: Option A

 

তিনটি মেশিনের মধ্যে দুইটি দ্রুততম মেশিন হল যে দুইটি ৪ এবং ৫ ঘণ্টায় পুরো কাজ করতে পারে।

সুতরাং, ১ ঘণ্টায় এই দুই মেশিন কাজ করতে পারবে = ১/৪ + ১/৫ = (৫+৪)/২০ = ৯/২০ অংশ

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions