জনতা ব্যাংক লিমিটেড আরসি (রুরাল ক্রেডিট) - ২৭.১০.২০২৩ (100 টি প্রশ্ন )
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি।
- কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর।
- এটা অনেকটা র‍্যামের মতই কাজ করে।
- প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে।
- কম্পিউটারে পাঠানো কমান্ড এবং স্বল্প সময়ের জন্য ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
- তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)।
- Hyper Text Markup Language (HTML) প্রকৃত অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয় বরং একটি Mark up ভাষা যা Mark up Tag এর সমন্বয়।

- ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব Mark up Tag গুলো ব্যবহার করা হয়ে থাকে।
- অন্যদিকে Python ও Java তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।
- আর Structuret Query Language (SQL) হলো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- OneDrive হলো Microsoft ক্লাউড পরিষেবা যা ২০০৭ সালে বাজারে আসে। এটি নিবন্ধিত ব্যবহারকারীদের ফাইল সংরক্ষণের অনুমতি দেয়। 

• প্রতিষ্ঠাকাল: ১৯৭৫
• প্রতিষ্ঠাতা: বিল গেটস ও পল অ্যালেন
• সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন 
• প্রথম গুরুত্বপূর্ণ প্রোডাক্ট: MS-DOS (Microsoft Disk Operating System)
• বর্তমান CEO: সত্য নাদেলা
• ক্লাউড স্টোরেজ: OneDrive (ব্যবহারকারীদের সকল ফাইল একত্রিত ও সিঙ্ক করে রাখে। 
• ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম: Azure
• সার্চ ইঞ্জিন: Bing

- মাইক্রোসফট শুধু একটি সফটওয়্যার কোম্পানি নয়, এটি প্রযুক্তি জগতের একটি প্রতীক।
- তাদের OneDrive পরিষেবা ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ক্লাউড স্টোরেজ সমাধান প্রদান করে, যা আধুনিক ডিজিটাল যুগে তথ্য ব্যবস্থাপনা ও সহযোগিতাকে সহজ করে তুলেছে।
- ডিবাগিং হল যেকোন সফটওয়্যারের সোর্স কোডে ত্রুটি বা বাগ খুঁজে বের করা এবং ঠিক করার প্রক্রিয়া।
- যখন সফ্টওয়্যার প্রত্যাশিত হিসাবে কাজ করে না, কম্পিউটার প্রোগ্রামাররা কেন কোন ত্রুটি ঘটেছে তা নির্ধারণ করতে কোডটি অধ্যয়ন করে।
- ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম হল মেটা।
- ২০২১ সালের ২৮ অক্টোবর, ফেসবুক ইনকর্পোরেটেড তার কর্পোরেট নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড (সংক্ষেপে মেটা) করে।
- এই পরিবর্তনটি কোম্পানির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, যা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে বেশি কিছু হতে চায়।
- মেটা নামটি মেটাভার্স ধারণার সাথে সম্পর্কিত, যা একটি ভার্চুয়াল রিয়েলিটি-ভিত্তিক ইন্টারনেটের ভবিষ্যৎ সংস্করণকে বোঝায়।

- তবে, ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মটি এখনও ফেসবুক নামেই পরিচিত, যদিও এটি এখন মেটা কোম্পানির অধীনে পরিচালিত হয়।
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট = ১ কিলোবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট =১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট =১ ইট্রাবাইট (YB)
- টাচ স্ক্রিন হল একটি ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয়।

- এটি ব্যবহারকারীর স্পর্শের মাধ্যমে ইনপুট গ্রহণ করে (যেমন বোতাম টিপা বা স্ক্রিনে আঙ্গুল দিয়ে নির্দেশনা দেওয়া) এবং একই সময়ে তথ্য প্রদর্শন করে (যেমন ছবি, টেক্সট বা অন্যান্য visual elements দেখানো)।
- এই দ্বৈত কার্যকারিতার কারণে টাচ স্ক্রিন একটি অনন্য ডিভাইস যা ইনপুট এবং আউটপুট উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল ব্যবহার করা হয় অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করার জন্য।
- ফায়ারওয়াল হল একটি নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্ক বা কম্পিউটার সিস্টেমে অবাঞ্ছিত বা অননুমোদিত প্রবেশ প্রতিরোধ করে।
- এটি ইন্টারনেট থেকে আসা ট্র্যাফিক পর্যবেক্ষণ করে এবং পূর্ব-নির্ধারিত নিরাপত্তা নিয়ম অনুসারে কোন ট্র্যাফিক অনুমোদন করা হবে বা প্রত্যাখ্যান করা হবে তা নির্ধারণ করে।
- এভাবে, ফায়ারওয়াল সিস্টেমে অননুমোদিত প্রবেশের চেষ্টা প্রতিহত করে এবং তথ্য ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রথমে একটি computer boot হওয়ার process টি step by step বুঝে নেওয়া যাকঠম
- যখন একটি computer চালু করা হয়, তখন operating system কে storage device (যেমন hard drive) থেকে memory (RAM) তে load করতে হয়।
কিন্তু, computer সরাসরি পুরো operating system load করতে পারে না। এই process শুরু করার জন্য একটি ছোট program প্রয়োজন হয়।
এই ছোট program টিকে bootstrap বা boot loader বলা হয়। এটি সাধারণত computer এর firmware (যেমন BIOS বা UEFI) এ stored থাকে।
Bootstrap program টি basic hardware initialize করে এবং তারপর operating system load করে।

এখন প্রতিটি option বিশ্লেষণ করা যাক:
A) Compiler: এটি high-level programming language কে machine code এ convert করে। Booting এর জন্য এটি আবশ্যক নয়।

B) Loader: যদিও loader operating system এর একটি অংশ যা programs কে memory তে load করে, কিন্তু এটি booting এর জন্য প্রাথমিক program নয়।

C) Operating system: যদিও computer পুরোপুরি function করার জন্য operating system প্রয়োজন, কিন্তু boot process এ এটি প্রথম load হওয়া item নয়।

D) Bootstrap: এটিই সঠিক উত্তর। Bootstrap program টি boot process শুরু করা এবং operating system load করার জন্য essential।

সুতরাং, সঠিক উত্তর হল D) Bootstrap।
- এশীয় উন্নয়ন ব্যাংক Asian Development Bank (ADB) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।

- এর সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।

- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।
- তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।
- এশিয়া নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ।
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে 'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তন করা হয় ।
- ১৯৫৮ সালে থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয় ।
- ৩১ আগষ্ট ২০২৩ র‍্যামন ম্যাগসেসের ৬৫তম জন্ম দিন উপলক্ষ্যে এবারের বিজয়ীদের নাম ঘোষনা করা হয় ।
- ২০২৩ সালের বিজয়ীরা হলেন- বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের ।
- গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা উচ্চ প্রোটিনসমৃদ্ধ নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেছেন।
- দুটি জাতের নাম ব্রি ধান ১০৭ ও ব্রি ধান ১০৮।
- উভয় জাতের ধানই উচ্চফলনশীল, চাল চিকন এবং ভাত হবে ঝরঝরে। নতুন দুই জাতের ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।


- ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরী’ পুরস্কার প্রাপ্তির নাম ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়। 
- বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির স্বপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে।

- পাবলো নেরুদা (জন্ম 12 জুলাই, 1904, পাররাল, চিলি—মৃত্যু 23 সেপ্টেম্বর, 1973, সান্তিয়াগো) ছিলেন একজন চিলির কবি, কূটনীতিক এবং রাজনীতিবিদ ।
- যিনি 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি 20 শতকের ল্যাটিন আমেরিকান কবি।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু'জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।
- তারা হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী, ২নং সেক্টর) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী, ১১নং সেক্টর)।
- ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নিত করা হলেও, তারামন বেগমকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫-এ চিহ্নিত করা হয়।
- ১৯ ডিসম্বের, ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বেগমকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
- গগন হরকরার বাউল গান 'আমি কোথায় পাব তারে' এর সুরের অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' এর সুরারোপ করেন।
- ৭ আগস্ট, ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দ) কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় গানটি প্রথম গীত হয়েছিল।
- ৭ সেপ্টেম্বর, ১৯০৫ সালে রবীন্দ্রনাথের স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয়।
- একই বছরে 'বঙ্গদর্শন' পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল।
- পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতানের স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়।
- ২৫ চরণ বিশিষ্ট এই গানের / কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ, ১৯৭১ সালে ঘোষণা করা হয়।
- জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী, কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়। এতে বাংলার প্রকৃতির কথা প্রধানভাবে উপস্থাপিত হয়েছে।
- প্রখ্যাত রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ছোটগল্পগ্রন্থ 'চাচা-কাহিনী' (১৯৫২) এবং ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ 'দেশে-বিদেশে' (১৯৪৯)।

সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস: 
- অবিশ্বাস্য (১৯৫৪),
- শবনম (১৯৬০), 
- শহর-ইয়ার (১৯৬৯)। 
 
 ছোটগল্প:  
- চাচা কাহিনী (১৯৫২), 
- টুনি মেম (১৯৬৪), 
- পঞ্চতন্ত্র (১৯৫২), 
- ময়ূরকন্ঠী (১৯৫৭) ইত্যাদি। 
 
ভ্রমণকাহিনী: 
- দেশে বিদেশে (১৯৪৯), 
- জলে ডাঙ্গায় (১৯৬০) ইত্যাদি।

- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 'বাঁধনহারা' (১৯২৭)।



- ২৩ সেপ্টেম্বর- ৮ অক্টোবর, ২০২৩ সালে 'হৃদয় থেকে হৃদয়ে, ভবিষ্যতে' স্লোগান নিয়ে চীনের হাংঝু শহরে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- এ আসরে সবচেয়ে বেশি পদক জয় করে চীন।
- বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল দুটি ব্রোঞ্জ পদক লাভ করে।

- পরবর্তী এশিয়ান গেমস ২০২৬ সালে জাপানের নাগোয়া প্রদেশে অনুষ্ঠিত হবে। এটি হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
♦ নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল।
- ৭ অক্টোবর ২০২৩ সালে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 
- তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের Rohani Baharin

- বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি । যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।

- আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।

উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
♦ নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।
- বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের নাম General Waker-uz-Zaman।
- জেনারেল ওয়াকের-উজ-জামান বাংলাদেশের ১৮তম সেনাপ্রধান।
- তিনি ২৩ জুন ২০২৪ তারিখে এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার পূর্বসূরি ছিলেন General SM Shafiuddin Ahmed.
- আকাশছোঁয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ৪ অক্টোবর, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট (রেপো সুদহার) পয়েন্ট ৭৫ শতাংশ বাড়িয়ে ৭.২৫ শতাংশ নির্ধারণ করে।
- এটি ৫ অক্টোবর, ২০২৩ সাল থেকে কার্যকর হয়।
- উল্লেখ্য, ১৮ জুন, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট নির্ধারণ করেছিল ৬.৫০ শতাংশ।
Capital punishment (মৃত্যুদণ্ড) idiom-টির অর্থ- Death penalty.
- যে মেশিন Magnetic Ink Character Recognition (MICR) লেখা পড়তে পারে, তাকে MICR Reader বলে।
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়।
- MICR দ্বারা ব্যাংকের চেক নম্বর পড়া ও লেখা হয়।
- Real Time Gross Settlement (RTGS) একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম।
- এটি এমন একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেখানে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রিয়েল টাইমে অর্থাৎ সময়ের অপেক্ষা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়।
- Capitalism এর বাংলা প্রতিশব্দ হলো পুঁজিবাদ বা ধনতন্ত্র।
- পুঁজিবাদ বলতে এমন অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে বাজার অর্থনীতিতে মুনাফা তৈরির লক্ষ্যে বাণিজ্য, কারখানা এবং উৎপাদনের উপকরণসমূহের উপর ব্যক্তিগত মালিকানা নিয়ন্ত্রণ থাকে।
- অর্থাৎ Capitalism refers to private ownership of capital goods.
- বাংলাদেশ ব্যাংক প্রতি অর্থবছরে একবার মুদ্রানীতি ঘোষণা করে।
- তবে ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত প্রতি অর্থবছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল।
- ২০১৯-২০ অর্থবছর থেকে পুনরায় একবার মুদ্রানীতি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- তবে ডিসেম্বর ২০২২ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর পরামর্শে বাংলাদেশ ব্যাংক আবারো বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেয়।
- এ সিদ্ধান্ত বাস্তবায়নে জানুয়ারি ২০২৩ সালে ৬ মাসের জন্য মুদ্রানীতির ঘোষণা করেন।
- মুদ্রানীতির অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে রয়েছে- মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা, ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের যোগান ধার্য করা এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৮ ডিসেম্বর, ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
এ আসরে-
- সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।

- ২০২৬ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।
- এতে ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি রাষ্ট্র যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0