লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক । বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত ।
বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে: - ‘বাড়ির কাছে আরশী নগর’ - ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ - ‘তিন পাগলের মেলা’ - ‘সময় গেলে সাধন হবে না’, - ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ - ‘মিলন হবে কত দিনে’।
উল্লেখ্য ২৫ নভেম্বর ২০০৫ ইউনেস্কো বাউল গানকে 'A masterpiece of the Oral and Intangible Heritage Humanity' হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, তার মূলে রয়েছে লালনের গান ।
বাংলাদেশ সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে। • প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন • দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত) • তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা • চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী • পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ • ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা • সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
- রাউটার হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌছিয়ে দেয়।রাউটার ডেটা প্যাকেটগুলো পৌছে দেওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে। তারবিহীন ডাটা ট্রান্সপারের জন্য রাউটার ব্যবহার করা হয়। - রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে প্রতিটি নেটওয়ার্ককে চিহ্নিত করে।রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা হয়। - রাউটার ডেটার কলিশন বা সংঘর্ষের সম্ভাবনা কমায়।এটি ডেটা ফিল্টারিং করে।
WBC (White Blood Cell) বা শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই । এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ । শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন । এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহের রোগ জীবাণুকে ধ্বংস করে ।
কোন ক্রিকেট ম্যাচ যে খেলোয়ার সবচেয়ে ভালো পারফর্ম করে তাকে 'Man of the match' পুরস্কার প্রদান করা হয় । আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত সর্বাধিকবার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন ভারতের শচীন টেন্ডুলকার ।
বাক্যে sub হলো selim । selim অনুপস্থিত কারণও তার ঠাণ্ডা লেগেছে । He এর পর verb -এর singular form ব্যবহৃত হবে । সুতরাং have না বসে has বসবে । Have verb -এর continuous form ব্যবহৃত হয় না সুতরাং is having ব্যবহার ভুল আর ভবিষ্যৎ কালের ঘটনা না হওয়ার will have ও ভুল । সুতরাং শূন্যস্থানে has বসবে ।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মায়ের দুধ খাওয়ানোর মূলবার্তাঃ - জন্মের সময় থেকে ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত শিশুকে শুধুই মায়ের দুধ খাওয়ান। - ৬ মাস পূর্ণ হওয়ার পর থেকে ২ বছর পর্যন্ত শিশুকে পরিপূরক খাবারের সাথে মায়ের দুধ খাওয়ান।
Note: বাক্যে কোনো word underline করা নেই । বাক্যে noun আছে দুটি । Honesty শব্দটি Underline করা থাকলে উত্তর হতো abstract noun আর girl কে underline করা থাকলে উত্তর হতো common noun.
২৫ মার্চ ১৯৫৭ সালের রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু হয় । তবে ১ জানুয়ারি ১৯৫৮ সালকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা বছর ধরা হয় । প্রতিষ্ঠাকালীন এ প্রতিষ্ঠানের নাম ছিল ইউরোপীয়ান ইকোনোমিক কমিউনিটি । ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে বর্তমান নামে সংস্থাটি পরিচিত ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।