সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক (০৮.১২.২০১৭) (91 টি প্রশ্ন )
লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক । বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত ।

বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে:
- ‘বাড়ির কাছে আরশী নগর’
- ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’
- ‘তিন পাগলের মেলা’
- ‘সময় গেলে সাধন হবে না’,
- ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
- ‘মিলন হবে কত দিনে’।

উল্লেখ্য ২৫ নভেম্বর ২০০৫ ইউনেস্কো বাউল গানকে 'A masterpiece of the Oral and Intangible Heritage Humanity' হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, তার মূলে রয়েছে লালনের গান । 


বাংলাদেশ সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে।
• প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
• দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)
• তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
• চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
• পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
• ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
• সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

সংখ্যা দুটির গ. সা. গু. = ২৬৪/১৩২ = ২ 



- রাউটার হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌছিয়ে দেয়।রাউটার ডেটা প্যাকেটগুলো পৌছে দেওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে। তারবিহীন ডাটা ট্রান্সপারের জন্য রাউটার ব্যবহার করা হয়। 
- রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে প্রতিটি নেটওয়ার্ককে চিহ্নিত করে।রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা হয়।
- রাউটার ডেটার কলিশন বা সংঘর্ষের সম্ভাবনা কমায়।এটি ডেটা ফিল্টারিং করে।

WBC (White Blood Cell) বা শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই । এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ । শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন । এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহের রোগ জীবাণুকে ধ্বংস করে । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

কোন ক্রিকেট ম্যাচ যে খেলোয়ার সবচেয়ে ভালো পারফর্ম করে তাকে 'Man of the match' পুরস্কার প্রদান করা হয় । আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত সর্বাধিকবার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন ভারতের শচীন টেন্ডুলকার । 





১৭৯৮ সালে Wordsworth এবং Coleridge -এর সম্মিলিত লেখা Lyrical Ballads -এর প্রকাশনার মাধ্যমে Romantic Age -এর সূচনা হয় । 



ধরি, পুত্রের বয়স x বছর 

       পিতার  "  ৩x " 

      x + ৩x = ৮০ 

=> ৪x = ৮০ 

=>   x  = ৮০/৪ 

        x  = ২০ 

   পিতার বয়স = (৩ × ২০) বছর = ৬০ বছর 


 ৪/১৫     ২/১৭   এখানে, ৬৮ > ৩০ বা,      ৪/১৫ > ২/১৭ 

 ২/১৭     ৩/১৯   এখানে, ৩৮ < ৫১ বা,      ২/১৭ < ৩/১৯ 

২/১৭      ২/১৩   এখানে, ২৬ < ৩৪ বা,     ২/১৭ < ২/১৩ 

    ছোট ভগ্নাংশটি ২/১৭ 


বাক্যে sub হলো selim । selim অনুপস্থিত কারণও তার ঠাণ্ডা লেগেছে । He এর পর verb -এর singular form ব্যবহৃত হবে । সুতরাং have না বসে has বসবে । Have verb -এর continuous form ব্যবহৃত হয় না সুতরাং is having ব্যবহার ভুল আর ভবিষ্যৎ কালের ঘটনা না হওয়ার will have ও ভুল । সুতরাং শূন্যস্থানে has বসবে ।  


    (√3+√2)^5  

= (√3)^5 + 5(√3)^4 (√2) + 10(√3)^3 (√2)^2 + 10(√3)^2 . (√2)^3 + 5. √3 (√2)^4 + (√2)^5     

= 9√3 + 45√2 + 60√3 + 60√2 + 20√3 + 4√2 

= 89√3 + 109√2  = 154.15 + 154.15 = 308.30 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মায়ের দুধ খাওয়ানোর মূলবার্তাঃ
- জন্মের সময় থেকে ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত শিশুকে শুধুই মায়ের দুধ খাওয়ান।
- ৬ মাস পূর্ণ হওয়ার পর থেকে ২ বছর পর্যন্ত শিশুকে পরিপূরক খাবারের সাথে মায়ের দুধ খাওয়ান।
-অতিবেগুনী রশ্মির উৎস হলো সূর্য। 
-ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের এই অতিবেগুনী রশ্মি জীবজগতের জন্য খুব ক্ষতিকর। 
-এ রশ্মি মানুষের গায়ে পড়লে ঘা হয়ে যেতে পারে।


১১ ডিসেম্বর ১৯৯৭ ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন বাধা বিষয়ক কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে । 


Note: বাক্যে কোনো word underline করা নেই । বাক্যে noun আছে দুটি । Honesty শব্দটি Underline করা থাকলে উত্তর হতো abstract noun আর girl কে underline করা থাকলে উত্তর হতো common noun. 


সরল মুনাফার ক্ষেত্রে, 

   I = pnr     

      = ৪৫০০ × ৩ × ১/১০  

 I = ১৩৫০ টাকা


‘ঘর’ শব্দটির সমার্থক শব্দ - বাড়ি, আবাস, নিলয়, আলয়, আশ্রয়, সদন ইত্যাদি। 

ইংরেজ জাতি বোঝাতে English -এর পূর্বে the বসবে । The English অর্থ ইংরেজরা । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

২৫ মার্চ ১৯৫৭ সালের রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু হয় । তবে ১ জানুয়ারি ১৯৫৮ সালকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা বছর ধরা হয় । প্রতিষ্ঠাকালীন এ প্রতিষ্ঠানের নাম ছিল ইউরোপীয়ান ইকোনোমিক কমিউনিটি । ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে বর্তমান নামে সংস্থাটি পরিচিত । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0