পিএসসি (বিআরটিএ) (সহকারী মোটরযান কর্মকর্তা) - ২৮.০৫.২০২৪ (97 টি প্রশ্ন )
- একটি ডিজেল ইঞ্জিনের সাধারণ কম্প্রেশন অনুপাত ১৬:১ থেকে ২০:১ এর মধ্যে থাকে।
- কিছু উন্নত ডিজেল ইঞ্জিনে এই অনুপাত আরও বেশি হতে পারে।
- ডিজেল ইঞ্জিনে উচ্চ কম্প্রেশন অনুপাত ব্যবহারের কারণ হলো এটি দক্ষতা বৃদ্ধি করে এবং জ্বালানি খরচ কমায়।

- উচ্চ কম্প্রেশন অনুপাতের মাধ্যমে ডিজেল ইঞ্জিনে বায়ুর তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়, যা জ্বালানির স্বতঃস্ফুর্ত জ্বলন ঘটায়।
- কম্প্রেশন অনুপাত যত বেশি, ইঞ্জিনের দক্ষতা তত বেশি হয়।
- প্রদত্ত বাক্যে While শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- কারণ, article এর পরে একটি মাত্র word থাকলে তা noun হয়।
- জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।
- বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত ।
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ' নামে পরিচিত ।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
- ১০ টি অস্থায়ী সদস্য ।
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন ।
- একটি "প্রক্রিয়াগত" সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা।
- একজন স্থায়ী সদস্যের বিরত থাকা বা অনুপস্থিতি ভেটো হিসাবে গণনা করা হয় না।
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক 'ম্যাসট্রিচট চুক্তি' স্বাক্ষরের মাধ্যমে 'ইউরোপিয়ান ইউনিয়ন' প্রতিষ্ঠিত হয়।
- ১ নভেম্বর, ১৯৯৩ সালে চুক্তিটি কার্যকর হয়।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২৭।
- সাইপ্রাস, ইস্টোনিয়া ও মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- কার্বন টুল স্টিলে কার্বনের পরিমাণ ০.৯% থেকে ১.৪%।
- এই ধরণের ইস্পাত সাধারণত এমন টুল তৈরিতে ব্যবহৃত হয় যা উচ্চ কঠোরতা এবং শক্তি প্রয়োজন, যেমন ছুরি, ছুরি ব্লেড, এবং অন্যান্য কাটার সরঞ্জাম।
- এই উচ্চ কার্বন কন্টেন্ট ইস্পাতের কঠোরতা ও প্রভাব সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে, যা টুলের দীর্ঘস্থায়ীত্ব এবং কার্যক্ষমতা নিশ্চিত করে।
- তবে, উচ্চ কার্বন কন্টেন্ট ইস্পাতকে ভঙ্গুরও করতে পারে, তাই ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত তাপ প্রক্রিয়া ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
- প্রদত্ত বাক্যে playing শব্দটি gerund হিসেবে ব্যবহৃত হয়েছে।
- কারণ, complement হিসেবে verb+ing কাজের নাম বুঝালে তা gerund হয় এবং কাজের নাম না বুঝিয়ে দোষ, গুণ, অবস্থা বুঝালে participle.
কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধণ্য-ষ বসে। যেমন:
- আষাঢ়,
- ঊষা,
- ঈষৎ,
- পাষণ্ড,
- পাষাণ,
- ভাষা,
- শোষণ ইত্যাদি।
প্রথমে তাপমাত্রাকে কেলভিনে রূপান্তর করি

-50°C = (-50 + 273.15)K = 223.15K

শব্দের বেগ নির্ণয় করি
v = √(γRT)
যেখানে, γ = 1.4 (বাতাসের জন্য)
R = 287 J/kg·K
T = 223.15K
v = √(1.4 × 287 × 223.15)
v = √89,474.7
v = 299.12 m/s

Mach নাম্বার নির্ণয় করি
Mach = বাতাসের বেগ/শব্দের বেগ
= 200/299.12
= 0.668

সুতরাং Mach নাম্বার = 0.668
- যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের বাইরে সম্পন্ন হয় তাকে বহিদহ ইঞ্জিন বলে।
- যেমন বাষ্পীয় ইঞ্জিন।

অন্যদিকে,
- যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের মূল অংশের ভিতরে ঘটে তাকে অর্ন্তদহ ইঞ্জিন বলে।
- পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন হলো অর্ন্তদহ ইঞ্জিন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম ‘আবুল কালাম শামসুদ্দীন’; ১৯৫৫ সাল থেকে তিনি বর্তমান নামে পরিচিত হন।
- ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি এবং রোমের এক্সপেরিমেন্টাল সেন্টার অব সিনেমাটোগ্রাফি থেকে চলচ্চিত্র বিষয়ক ডিপ্লোমা লাভ করেন।
- শামসুদ্দীন ১৯৫৯ সালের পর কয়েকটি দেশ ভ্রমণ করে শেষে ইতালির রোমে স্থায়িভাবে অবস্থান করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
- শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথাশিল্পী হিসেবে।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন।
- ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রোমে তাঁর মৃত্যু হয় এবং ঢাকায় তিনি সমাহিত হন।

শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস- 
- ‘আলমনগরের উপকথা' (১৯৫৪),
- ‘কাশবনের কন্যা (১৯৫৪),
- ‘জায়জঙ্গল' (১৯৭৩),
- ‘সমুদ্র বাসর' (১৯৮৬),
- ‘জীবনকাব্য’ (১৯৫৬),
- ‘কাঞ্চনমালা’ (১৯৬১),
- ‘নবান্ন’ (১৯৮৭),
- ‘কাঞ্চনগ্রাম’ (১৯৯৮)।
- EDC এর পূর্ণরূপ হলো Electronic Disel Control.
- এটি একটি ডিজেল ইঞ্জিনের ফুয়েল ইনজেকশন কন্ট্রোল সিস্টেম যা ট্রাক এবং গাড়িতে ডিজেল ইঞ্জিনের দহন চেম্বারে সুনিদিষ্ট মিটারিং এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়।
- স্পার্ক ইগনিশন ইঞ্জিন একটি অন্দদহী ইঞ্জিন যেখানে বায়ু-জ্বালানি মিশ্রণের দহন প্রক্রিয়া একটি স্পার্ক প্লাগ থেকে অন্য একটি স্পার্ক দ্বারা প্রজ্বলিত হয়।
- স্পার্ক প্লান, কার্বুরেটর, ইগনিশন কয়েল স্পার্ক ইগনিশন ইঞ্জিনের সাথে সম্পর্কিত।

- অন্যদিকে ফুয়েল ইনজেক্টর সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করে যা ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয়।
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়,
শওকত ওসমান রচিত উপন্যাস:
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- চৌরসন্ধি ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।
- সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফা‌র চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। 
- প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন।
- তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর
- ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
- বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।
Drake: পুরুষ হাঁস, এর স্ত্রীবাচক রূপ Duck।
Nephew: ভাই বা বোনের ছেলে, এর স্ত্রীবাচক রূপ Niece।
Hart: পুরুষ হরিণ, এর স্ত্রীবাচক রূপ Roe।
Stallion: পুরুষ ঘোড়া, এর স্ত্রীবাচক রূপ Mare।
গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- ভবিষ্যৎবাণী
- অধ্যবসায়
- মনোরঞ্জন
- নিপীড়িত
- তৎক্ষণাৎ
- পাষাণ
- জীবন
- সঙ্গিনী
- মন্ত্রিসভা
- নিশীথিনী
- কর্নেল
- ন্যূনতম
- স্টেশন
- সৌজন্য
- পাষাণ
- হাতি/ হাতী
- বিভীষিকা। 
- 'Break into pieces' phrase টির অর্থ ভেঙ্গে খন্ড খন্ড করা।
- He broke the jug into hundred of pieces- সে জগটি ভেঙ্গে খণ্ড খণ্ড করল।

Break in- বাঁধা দেয়া;
break with-ঝগড়া করা।
- শুদ্ধ বাক্য: You, he and I must work together.
- কোনো বাক্য subject হিসেবে একাধিক person ও number থাকলে 231 অনুসারে সাজাতে হয়।

- অপশন ক)- তে say পরিবর্তে call;
- খ)-তে to পরিবর্তে how to এবং
- ঘ)-তে she and he এর পরিবর্তে her and him হবে।
• শাহ মুহম্মদ সগীর (আনু. ১৪শ-১৫শ শতক)  মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি।
- বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন।
- তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াসউদ্দিনের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তাঁর কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। 
- তিনি ইউসুফ-জোলেখা কাব্যের রচয়িতা। এটি বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান এবং কোনো মুসলিম রচিত প্রথম গ্রন্থ।

• আলাওল সপ্তদশ শতকের( ১৬০৭-১৬৮০)কবি।
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- মহাকবি আলাওলের সমসাময়িক আরাকানের রাজা ছিলেন রাজা সুধর্মা।
- আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত।

• সৈয়দ সুলতান (আনু. ১৫৫০-১৬৪৮) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি।
- তাঁর বাসস্থান ছিল চট্টগ্রামের চক্রশালা চাকলার অধীন পটিয়া গ্রাম।

• সুজাউদ্দীন মুহম্মদ খান  বাংলার নওয়াব (১৭২৭ থেকে ১৭৩৯ খ্রিস্টাব্দ পর্যন্ত)

সোর্স: বাংলাপিডিয়া। 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Chat Generative Pre-trained Transformer (ChatGPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়‍্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট।
- স্যাম অল্টম্যান এর প্রতিষ্ঠাতা।
- ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠান (ওপেনএআই) এটি তৈরি করে।
Break a leg (শুভ কামনা জানানো) idiom-টির অর্থ- good luck.
- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ ড. দীনেশচন্দ্র সেন রচিত 'বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬)।
- 'বাংলা সাহিত্যের কথা' গ্রন্থের লেখক ড. মুহম্মদ শহীদুল্লাহ।

- 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থের লেখক ড. সুকুমার সেন;
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থের লেখক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
প্রকৃত নাম -  ছদ্মনাম
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় - যাযাবর
বলাইচাঁদ মুখোপাধ্যায় - বনফুল
সুনীল গঙ্গোপাধ্যায় - নীললোহিত
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - ক্বচিতপ্রৌঢ়
Noun   -   Adjective    -  Adverb
Tenacity - Tenacious - Tenaciously
- বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০ : ৬ বা ৫ : ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১।
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়।
- সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২।
- এর নকশাকার পটুয়া কামরুল হাসান।
জেট ফুয়েল বলতে পরিশোধিত কেরোসিন ভিত্তিক জ্বালানিকে বোঝায় যা টারবাইন ইঞ্জিন, টার্বোপ্রপাস এবং জেট ইঞ্জিনসহ বিমানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
- আইসো অকটেন (Iso-octane) এর অকটেন সংখ্যা ১০০
- অকটেন সংখ্যা মূলত তেল বা জ্বালানির গুণমানের একটি সূচক, যা নির্ধারণ করে তেলটি ইঞ্জিনে কতটা কম্প্রেশন সহ্য করতে পারে।
- আইসো অকটেনকে অকটেন সংখ্যার মান হিসাবে ধরা হয় কারণ এটি খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং কম্প্রেশন গতি ও ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার আগেই এর স্ফুলিঙ্গের আশঙ্কা কম।
- অন্যদিকে, প্রাথমিক জ্বালানির মান যেমন ন্যাপথা বা পেট্রোলের অকটেন সংখ্যা আইসো অকটেনের সাথে তুলনা করে মূল্যায়ন করা হয়।
শুদ্ধ বানান: Dysentery (আমাশয়)।
Devoted (একান্ত নিয়োজিত/অনুরক্ত) অর্থ: involved.

Scattered-বিক্ষিপ্ত;
divided- ভিন্ন;
dedicated - উৎসর্গ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কপার সালফেট দ্রবণ ও জিংক সালফেটের দ্রবণের সহযোগে তৈরি হয় ড্রাইসেল।
- এটি বাস ও ট্রাকে ব্যবহৃত হয়।
- ড্রাইসেলে অ্যানোড হিসেবে জিংক এবং ক্যাথোড হিসেবে গ্রাফাইট দন্ড ব্যবহৃত হয়।
- আর বিদ্যুৎ উত্তেজক হিসেবে NH4cl এর পেস্ট ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0