- একটি ডিজেল ইঞ্জিনের সাধারণ কম্প্রেশন অনুপাত ১৬:১ থেকে ২০:১ এর মধ্যে থাকে। - কিছু উন্নত ডিজেল ইঞ্জিনে এই অনুপাত আরও বেশি হতে পারে। - ডিজেল ইঞ্জিনে উচ্চ কম্প্রেশন অনুপাত ব্যবহারের কারণ হলো এটি দক্ষতা বৃদ্ধি করে এবং জ্বালানি খরচ কমায়।
- উচ্চ কম্প্রেশন অনুপাতের মাধ্যমে ডিজেল ইঞ্জিনে বায়ুর তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়, যা জ্বালানির স্বতঃস্ফুর্ত জ্বলন ঘটায়। - কম্প্রেশন অনুপাত যত বেশি, ইঞ্জিনের দক্ষতা তত বেশি হয়।
- জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ । - বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত । - নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ' নামে পরিচিত । - নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে - ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং - ১০ টি অস্থায়ী সদস্য । - নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে । - নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন । - একটি "প্রক্রিয়াগত" সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা। - একজন স্থায়ী সদস্যের বিরত থাকা বা অনুপস্থিতি ভেটো হিসাবে গণনা করা হয় না।
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক 'ম্যাসট্রিচট চুক্তি' স্বাক্ষরের মাধ্যমে 'ইউরোপিয়ান ইউনিয়ন' প্রতিষ্ঠিত হয়। - ১ নভেম্বর, ১৯৯৩ সালে চুক্তিটি কার্যকর হয়। - সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২৭। - সাইপ্রাস, ইস্টোনিয়া ও মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। - ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- কার্বন টুল স্টিলে কার্বনের পরিমাণ ০.৯% থেকে ১.৪%। - এই ধরণের ইস্পাত সাধারণত এমন টুল তৈরিতে ব্যবহৃত হয় যা উচ্চ কঠোরতা এবং শক্তি প্রয়োজন, যেমন ছুরি, ছুরি ব্লেড, এবং অন্যান্য কাটার সরঞ্জাম। - এই উচ্চ কার্বন কন্টেন্ট ইস্পাতের কঠোরতা ও প্রভাব সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে, যা টুলের দীর্ঘস্থায়ীত্ব এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। - তবে, উচ্চ কার্বন কন্টেন্ট ইস্পাতকে ভঙ্গুরও করতে পারে, তাই ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত তাপ প্রক্রিয়া ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
- প্রদত্ত বাক্যে playing শব্দটি gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। - কারণ, complement হিসেবে verb+ing কাজের নাম বুঝালে তা gerund হয় এবং কাজের নাম না বুঝিয়ে দোষ, গুণ, অবস্থা বুঝালে participle.
- কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর প্রকৃত নাম ‘আবুল কালাম শামসুদ্দীন’; ১৯৫৫ সাল থেকে তিনি বর্তমান নামে পরিচিত হন। - ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি এবং রোমের এক্সপেরিমেন্টাল সেন্টার অব সিনেমাটোগ্রাফি থেকে চলচ্চিত্র বিষয়ক ডিপ্লোমা লাভ করেন। - শামসুদ্দীন ১৯৫৯ সালের পর কয়েকটি দেশ ভ্রমণ করে শেষে ইতালির রোমে স্থায়িভাবে অবস্থান করেন। - ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। - শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথাশিল্পী হিসেবে। - সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন। - ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রোমে তাঁর মৃত্যু হয় এবং ঢাকায় তিনি সমাহিত হন।
- EDC এর পূর্ণরূপ হলো Electronic Disel Control. - এটি একটি ডিজেল ইঞ্জিনের ফুয়েল ইনজেকশন কন্ট্রোল সিস্টেম যা ট্রাক এবং গাড়িতে ডিজেল ইঞ্জিনের দহন চেম্বারে সুনিদিষ্ট মিটারিং এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়।
- স্পার্ক ইগনিশন ইঞ্জিন একটি অন্দদহী ইঞ্জিন যেখানে বায়ু-জ্বালানি মিশ্রণের দহন প্রক্রিয়া একটি স্পার্ক প্লাগ থেকে অন্য একটি স্পার্ক দ্বারা প্রজ্বলিত হয়। - স্পার্ক প্লান, কার্বুরেটর, ইগনিশন কয়েল স্পার্ক ইগনিশন ইঞ্জিনের সাথে সম্পর্কিত।
- অন্যদিকে ফুয়েল ইনজেক্টর সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করে যা ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয়।
- সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। - প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। - তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। - ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন। - বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।
Drake: পুরুষ হাঁস, এর স্ত্রীবাচক রূপ Duck। Nephew: ভাই বা বোনের ছেলে, এর স্ত্রীবাচক রূপ Niece। Hart: পুরুষ হরিণ, এর স্ত্রীবাচক রূপ Roe। Stallion: পুরুষ ঘোড়া, এর স্ত্রীবাচক রূপ Mare।
• শাহ মুহম্মদ সগীর (আনু. ১৪শ-১৫শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। - বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। - তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াসউদ্দিনের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তাঁর কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান।
- তিনি ইউসুফ-জোলেখা কাব্যের রচয়িতা। এটি বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান এবং কোনো মুসলিম রচিত প্রথম গ্রন্থ।
• আলাওল সপ্তদশ শতকের( ১৬০৭-১৬৮০)কবি। - তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। - মহাকবি আলাওলের সমসাময়িক আরাকানের রাজা ছিলেন রাজা সুধর্মা। - আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত।
• সৈয়দ সুলতান (আনু. ১৫৫০-১৬৪৮) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। - তাঁর বাসস্থান ছিল চট্টগ্রামের চক্রশালা চাকলার অধীন পটিয়া গ্রাম।
• সুজাউদ্দীন মুহম্মদ খান বাংলার নওয়াব (১৭২৭ থেকে ১৭৩৯ খ্রিস্টাব্দ পর্যন্ত)।
সোর্স: বাংলাপিডিয়া।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Chat Generative Pre-trained Transformer (ChatGPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। - এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। - স্যাম অল্টম্যান এর প্রতিষ্ঠাতা। - ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠান (ওপেনএআই) এটি তৈরি করে।
- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ ড. দীনেশচন্দ্র সেন রচিত 'বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬)। - 'বাংলা সাহিত্যের কথা' গ্রন্থের লেখক ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থের লেখক ড. সুকুমার সেন; - 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থের লেখক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
- বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০ : ৬ বা ৫ : ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১। - ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়। - সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২। - এর নকশাকার পটুয়া কামরুল হাসান।
- আইসো অকটেন (Iso-octane) এর অকটেন সংখ্যা১০০। - অকটেন সংখ্যা মূলত তেল বা জ্বালানির গুণমানের একটি সূচক, যা নির্ধারণ করে তেলটি ইঞ্জিনে কতটা কম্প্রেশন সহ্য করতে পারে। - আইসো অকটেনকে অকটেন সংখ্যার মান হিসাবে ধরা হয় কারণ এটি খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং কম্প্রেশন গতি ও ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার আগেই এর স্ফুলিঙ্গের আশঙ্কা কম। - অন্যদিকে, প্রাথমিক জ্বালানির মান যেমন ন্যাপথা বা পেট্রোলের অকটেন সংখ্যা আইসো অকটেনের সাথে তুলনা করে মূল্যায়ন করা হয়।
- কপার সালফেট দ্রবণ ও জিংক সালফেটের দ্রবণের সহযোগে তৈরি হয় ড্রাইসেল। - এটি বাস ও ট্রাকে ব্যবহৃত হয়। - ড্রাইসেলে অ্যানোড হিসেবে জিংক এবং ক্যাথোড হিসেবে গ্রাফাইট দন্ড ব্যবহৃত হয়। - আর বিদ্যুৎ উত্তেজক হিসেবে NH4cl এর পেস্ট ব্যবহার করা হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।