সড়ক ও জনপথ অধিদপ্তর (কার্য সহকারী) - ২৮.১০.২০২২ (69 টি প্রশ্ন )
'ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। বাংলাদেশের ঐতিহাসিক ৬ দফাকে ম্যাগনা কার্টা চুক্তির সাথে তুলনা করা হয়।
সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন। বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।
- প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% ।
- এছাড়া বিউটেন, ইথিলিন ও নাটট্রোজেনও কিছু পরিমাণ থাকে।
- আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯% ।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লির হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন ।এটি চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানিসরবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের পানিবণ্টন চুক্তি ।চুক্তিতে নির্ধারিত হয় যে ,উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু'দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বোজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে ।যে কোন সংকটের সময় বাংলাদেশকে ৩৫,০০০ কিউসেক জল সরবরাহ করার গ্যারান্টি দেওয়া হয় ।
টেক কোট হল শুধু মাত্র তরল কৃত বিটুমিন যা পুরোনো কার্পেটিং রোড়ের উপর রিপেয়ার বা নুতন কার্পেটিং লেয়ার করার সময় দেওয়া হয় বাইন্ডিং স্তর হিসেবে। সিলকোট হল নুড়ি পাথর ও বিটুমিন একসাথে মিশ্রণ করে কার্পেটিং স্তরের উপর পানি রোধি স্তর হিসেব দেওয়া হয়। এই বিটুমিন টেক কোট ব্যবহার করা হয় রাস্তাকে পানি থেকে রক্ষা করা।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

বর্তমানে খেতাবগুলো হলো:
বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)

গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)


আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে ৮ জানুয়ারি ১৯৭২, পাকিস্তানের নতুন সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। তারপর লন্ডন, ভারত হয়ে ১০ জানুয়ারি ঢাকায় প্রত্যাবর্তন করেন। তাই ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


২৮ আগস্ট ২০২২ উদ্বোধন করা হয় দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) অধীনে ৩.৪ একর জমিতে নির্মিত হাসপাতালটি ৭৫০ শয্যা বিশিষ্ট ১১ তলা বিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। হাসপাতালটির বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার ICU । জরুরি বিভাগে রয়েছে ১০০ শয্যা, VVIP কেবিন ৬টি, VIP কেবিন ২৩টি এবং ডিল্যাক্স শয্যা রয়েছে ৩৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে রয়েছে ৮টি করে শয্যা। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা । ১৩ সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত।
- বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর।
- বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত।
- এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত।
- বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি। 
বাংলাদেশের রণসঙ্গীত 'চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল' - কাজী নজরুল ইসলাম 'নতুনের গান' শিরোনামে 'শিখা' পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়। এটি কবির 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।

Smuggle শব্দের অর্থ চোরাচালান
Bribe শব্দের অর্থ ঘুষ
Cheat শব্দের অর্ধ প্রতারণা করা

এখানে একমাত্র sell এর সাথে বাকি তিনটির অর্থের কোন মিল নাই
Giant - দৈত্য/দানব
dwarf- বামন/ অতিশয় ছোট

Ocean- মহাসাগর
pond- পুকুর।

অপশন গুলোর মধ্যে পুকুর একেবার ছোট।
সাধারণত অতীতের কোনো action অথবা event যদি পরস্পর সম্পর্কিতভাবে ঘটে সেক্ষেত্রে model verb হিসেবে ' would have' ব্যবহৃত হয় এক্ষেত্রে would have..... if ...... structure নিম্নরুপে - sub + would have + past participle form of verb + .... যেমন - - - what would have hipped if the bridge had broken ' দ্বারা বোঝানো হয়েছে তারা ব্রিজটা সহজেই পেরিয়ে এসেছে। কিন্তু যদি ভেঙ্গে পড়ত তাহলে কি ঘটত? হয়তো তারা অনেকেই আহত হতো। কিন্তু কিছুই ঘটেনি।
মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো-The girl entered the room laughing

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

do/does/did যুক্ত interrogative sentence voice change এর নিয়মঃauxiliary verb+object হয়ে যাবে subj+verb এর past participle form+by+subject হয়ে যাবে object?
Is English spoken well by him?
- Bring the book' হচ্ছে একটি idiom যেটির অর্থ -তীব্র তিরস্কার করা।
- Rebuke অর্থ- তাড়ন; তীব্র তিরস্কার; গালি।
Verb + ing যুক্ত হয়ে যখন noun এবং verb এর কাজ করে তাকে gerund বলে । প্রদত্ত বাক্যে swimming শব্দটি sub হিসাবে কাজ করায় শব্দটি noun এবং gerund উভয় বলা যায় । তবে gerund বলাটাই অধিক যুক্তযোগ্য ।
Sovereignty শব্দের অর্থ হল সার্বভৌমত্ব
European বাংলা ' ইউ' এর মতো উচ্চারিত হওয়ায় a হয়েছে।
মরবো তবুও করবো না/ উপোস থাকবো তবুও ভিক্ষা করবো না - এমন ভাব প্রকাশ করতে - 'would rather.... than' structure টি ব্যবহৃত হয়। উল্লেখ্য, এ ধরনের বাক্য দুটি ভিন্ন verb ব্যবহৃত হয় তারা present form - এ অবস্থান করে।
একটি ইমেইল ঠিকানায় @, নাম ও ডোমাইন নাম এই তিনটি অংশ থাকতে হবে। এই fatima@yahoo.com ঠিকানাই fatima হল নাম, yohoo.com হল ডোমেইন নাম। অপশন ৩ তে com ডোমেইন নাম না।
দুইয়ের অধিকের বেশি বুঝালে superlative degree হয় এবং superlative degree এর পূর্বে the বসে
One - - এর Possessive case হলো one's।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Voice - এর নিয়মানুসারে প্রশ্নবোধক বাক্যটি who দ্বারা শুরু হলে passive voice করার সময় who এর পরিবর্তে By whom ব্যবহৃত হয় + মূল verb past tense - এর হওয়ায় (এখানে did মূল verb) was ব্যবহৃত হয় + object টি subject হয় (এখানে this) + মূল verb - এর past participle হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0