WBC (White Blood Cell) এর জীবন কতদিন?
Correct Answer: Option A
WBC (White Blood Cell) বা শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই । এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ । শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন । এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহের রোগ জীবাণুকে ধ্বংস করে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions