- PostScript (PS) হলো একটি পেজ ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ (PDL), যা প্রিন্টার ও কম্পিউটারের মধ্যে তথ্য বিনিময়ের জন্য ব্যবহৃত হয়। - এটি Adobe Systems ১৯৮৪ সালে তৈরি করে।
PostScript-এর মূল বৈশিষ্ট্য: ভেক্টর ভিত্তিক ভাষা – এটি টেক্সট ও গ্রাফিক্সকে স্কেলযোগ্যভাবে উপস্থাপন করতে পারে। ডিভাইস স্বাধীনতা – এটি বিভিন্ন ধরনের প্রিন্টারে একইভাবে কাজ করে। উচ্চ মানের আউটপুট – PostScript ব্যবহারে প্রিন্টারের আউটপুট অত্যন্ত স্পষ্ট ও মানসম্মত হয়। প্রিন্টার ও ডেস্কটপ পাবলিশিং-এ ব্যবহৃত হয় – Adobe PDF প্রযুক্তির ভিত্তিও PostScript।
MS Word-এ গ্রিক বর্ণমালা বা বিশেষ চিহ্ন (যেমন: λ - ল্যাম্বডা) যুক্ত করতে Insert মেনুর Symbol অপশন ব্যবহার করা হয়।
ধাপে ধাপে প্রক্রিয়া: ১. MS Word ওপেন করুন। 2. Insert ট্যাবে ক্লিক করুন। 3. Symbol অপশনে যান এবং More Symbols নির্বাচন করুন। 4. Font থেকে (normal text) বা Greek and Coptic নির্বাচন করুন। 5. তালিকা থেকে λ (Lambda) চিহ্নটি নির্বাচন করুন এবং Insert বাটনে ক্লিক করুন।
• Excel ফর্মুলায় = চিহ্ন থাকতে হয় • Sum() ফাংশনে সরাসরি সেল রেঞ্জ (C9:C12) ব্যবহার করতে হয় • = ছাড়া ফর্মুলা কাজ করবে না • Sum(C9+C12) ভুল কারণ এটি শুধু দুটি সেলের যোগফল করবে • =Sum(C9:C12) হল সঠিক Excel ফর্মুলা
- ই-মেইলের ক্ষেত্রে সিসি (CC) হলো "কার্বন কপি"-এর সংক্ষিপ্ত রূপ। - এটি এমন একটি বৈশিষ্ট্য যা আপনাকে একটি ইমেইল পাঠাতে দেয় যাতে একাধিক প্রাপক থাকে।
যখন আপনি একটি ইমেইল পাঠান, তখন আপনি মূলত দুটি প্রাপক লিখতে পারেন:
* টু (To): এই প্রাপক ইমেইলের মূল প্রাপক। * সিসি (CC): এই প্রাপক ইমেইলের একটি কপি পাবে, কিন্তু ইমেইলের মূল প্রাপক দেখতে পাবে না যে তারা ইমেইলের CC-তে কে আছে।
CC ব্যবহার করার কিছু সাধারণ কারণ হল: * একই তথ্যের একটি কপি একাধিক ব্যক্তির সাথে শেয়ার করা। * একজন ব্যক্তিকে একটি ইমেইলের বিষয় সম্পর্কে অবহিত করা যাতে তারা এটিতে জড়িত হওয়ার সিদ্ধান্ত নিতে পারে। * একজন ব্যক্তির কাছে একটি ইমেইলের একটি কপি পাঠানো যাতে তারা এটিকে নথিভুক্ত করতে পারে।
- অপারেটিং সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে। - MS DOS, OS/2, MS Windows 10, CP/M, XENIX, LINUX, macOS প্রভৃতি হলো অপারেটিং সিস্টেম।
- Internet of Things (IoT) হচ্ছে ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্কের সাথে সংযুক্ত ফিজিক্যাল ডিভাইস, যা পরিবহন, হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকচুয়েটর এবং অন্যান্য ডিজিটাল আইটেম নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং তথ্য বিনিময় করতে সক্ষম। - ফলে এই প্রযুক্তি ব্যবহারে হোম অটোমেশন অবকাঠামো ব্যবস্থাপনা, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও চিকিৎসা সেক্টরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বিভিন্ন স্থানে বস্তুর ওজন: বস্তুর অবস্থান - অভিকর্ষজ ত্বরণের মান ও ওজনঃ • পৃথিবীর কেন্দ্রে - শূন্য • ভূ-পৃষ্ঠ থেকে উপরে - হ্রাস পাবে • ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে - হ্রাস পাবে • চন্দ্রপৃষ্ঠে - পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ • নিরক্ষীয় অঞ্চল - সর্বনিম্ন • মেরু অঞ্চল- সর্বোচ্চ
- একমাত্র প্রাণিজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। - সূর্যের রশ্মিতে ভিটামিন ডি থাকে এবং সূর্যালোকের অতিবেগুনি রশ্মি এটি মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। - ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। - এটি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। - ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে।
- উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। - এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। - জাপানের কাওয়াসাকি মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জ্য কোচ তৈরি করে করে। - মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। - ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। - আর ২৮ ডিসেম্বর, ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন এবং ২৯ ডিসেম্বর, ২০২২ সালে গণসাধারণের জন্য খুলে দেয়া হয়। - আর ৭জুলাই, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে। - ৪ নভেম্বর, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয় (এটির চলমান অংশ লাইন-৬)। - মেট্রোরেলের প্রথম মহিলা চালক মরিয়ম আফিজা। - কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালে। - ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
- ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। - তিনি ৩০ মে, ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। - অরুন জেটলি ছিলেন সাবেক অর্থমন্ত্রী এবং সুষমা স্বরাজ ছিলেন সাবেক পরাষ্ট্রমন্ত্রী। - অন্যদিকে ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম রাজনাথ সিং।
- সৌদি ক্রাউন প্রিন্স ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এমবিএস নামে পরিচত। - সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে তার নমনীয়তা ও কঠোরতা দুটোই দেখা যায়। - ২০১৭ সালে সিংহাসনের দৌড়ে থাকা পথের কাটা নায়েফকে সরিয়ে ক্রাউন প্রিন্সের দায়িত্ব নেন। - ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার পর 'এমবিএস' নামটি আরও বিপদজনক হয়ে ওঠে।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১৩তম) গভর্নর হলেন - আহসান এইচ মনসুর। - তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ১৩তম গর্ভনর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। - গভর্নরের মেয়াদকাল: ৪ বছর। - গভর্নরের বয়সসীমা: কোন সময়সীমা নেই। - বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরবৃন্দ: - প্রথম : এ.এন. হামিদুল্লাহ - দ্বিতীয় : এ.কে.এন. আহমেদ - তৃতীয় : এম. নুরুল ইসলাম - চতুর্থ : সেগুফতা বখত চৌধুরী - পঞ্চম : খোরশেদ আলম - ষষ্ঠ : লুৎফর রহমান সরকার - সপ্তম : মোহাম্মদ ফরাসউদ্দিন - অষ্টম : ড. ফখরুদ্দিন আহমেদ - নবম : ড. সালেহউদ্দিন আহমেদ - দশম : ড. আতিউর রহমান - ১১তম : ড. ফজলে কবীর - ১২ তম : আব্দুর রউফ তালুকদার - ১৩ তম: আহসান এইচ মনসুর।
- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাংলাদেশের সড়ক পরিবহণ সেক্টরের সার্বিক তত্ত্বাবধায়ন, ব্যবস্থাপনা ও সুষ্ঠু নিয়ন্ত্রণের সরকারি সংস্থা। - মহাসড়ক, সড়ক ও গ্রামীণ রাস্তা-ঘাটের সংখ্যা বৃদ্ধি ও এগুলির দ্রুত উন্নয়ন, সম্প্রসারণ এবং এগুলিতে চলমান মোটরযানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ১৯৮৭ সালে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গঠন করা হয়। - বিআরটিএ আনুষ্ঠানিকভাবে ১৯৯০ সালে এর কার্যক্রম শুরু করে। - এই প্রতিষ্ঠা কর্তৃক ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে । - এর বর্তমান সদস্য দেশ ৬৯টি । - ৬৯তম সদস্য ইসরায়েল। - এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত । - এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতো কান্দা। - সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- ভূগভস্থ বাষ্প, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত প্রস্তর খন্ড, কদম, ধূম, ভস্ম ইত্যাদি যখন প্রবল বেগে ভূ-পৃষ্ঠে নির্গত হয় তখন তাকে আগ্নেয়গিরি বলে। - আর আগ্নেয়গিরি থেকে বের হওয়া শিলা ম্যাগমা নামে পরিচিত। - ম্যাগমা ভূ-পৃষ্ঠে বেরিয়ে এলে তাকে লাভা বলে। - এই লাভা শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয়গিরির সৃষ্টি হয়।
- অটোয়া হচ্ছে কানাডার রাজধানী, যা দেশটির অন্টারিও প্রদেশে অবস্থিত। - ১৯৯৭ সালে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি 'অটোয়া চুক্তি' এ শহরে স্বাক্ষরিত হয়। - মন্ট্রিল কানাডার একটি শহর এবং ১৯৮৭ সালে এ শহরের ওজোন স্তর রক্ষা বিষয়ক 'মিন্ট্রল প্রটোকল' স্বাক্ষরিত হয়। - আর টরেন্টো কানাডার সবচেয়ে জনবহুর শহর এবং পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান। - অন্যদিকে ভ্যানকুভার কানাডার চলচ্চিত্র শিল্প শহর এবং দেশটির সর্ববৃহৎ সমুদ্র বন্দর।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- আলফ্রেড নোবেল ২১ অক্টোবর, ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। - তিনি ১৮৬৬ সালে নাইট্রো গ্লিসারিনের সাথে কিসেলগুর মিশিয়ে ডিনামাইট তৈরি করেন। - ১৮৬৭ সালে ডিনামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন। - এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি প্রচুর অর্থ উপার্জন করে। - এ অর্জিত অর্থ ১৮৯৬ সালে মৃত্যুর ঠিক এক বছর আগে ১৮৯৫ সালে উইল করে যান। - এই উইলকৃত অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। - আলফ্রেড নোবেল এর প্রতি সম্মান জানাতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। - আর ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়। - অর্থাৎ ১৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। - বর্তমানে নোবেল পুরস্কারের অর্থ মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা।
- উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। - এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। - জাপানের কাওয়াসাকি মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জ্য কোচ তৈরি করে করে। - মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। - ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। - আর ২৮ ডিসেম্বর, ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন। - আর ৭জুলাই, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে। - ৪ নভেম্বর, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয় (এটির চলমান অংশ লাইন-৬)। - মেট্রোরেলের প্রথম মহিলা চালক মরিয়ম আফিজা। - কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালে। - ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
- রাজধানীর জনবহুল পুরান ঢাকাকে মেট্রো রেলের সঙ্গে দ্রুত সংযুক্ত করার লক্ষ্যে মেট্রোরেলের রুট পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন। - এক্ষেত্রে এমআরটি লাইন-২ গাবতলী থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি, নিউমার্কেট, মতিঝিল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। - এ লাইনে গুলিস্তান থেকে একটি ব্রাঞ্জ লাইন সদরঘাটে যাবে যা গোলাপ শাহ মাজার ও নয়া বাজার এলাকাকে যুক্ত করবে। - আর এমআরটি-১ হচ্ছে নির্মাণাধীন দেশের প্রথম পাতাল মেট্রোরেল যা বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার পর্যন্ত যুক্ত হবে। - এমআরটি-৪ কমলাপুর থেকে নারায়নগঞ্জ পর্যন্ত সংযুক্ত হবে। - অন্যদিকে এমআরটি-৬ হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ঢাকা মেট্রোরেলের চলমান অংশ।
- বগা লেক বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। - এটি রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২৪৬ ফুট উচ্চতায় অবস্থিত। - এটি দেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ এবং প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
- আবু সাঈদ ছিলেন ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী। - তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। - তিনি ১৬ জুলাই, ২০২৪ সালে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। - কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহিদ বলে আখ্যায়িত করে। - তিনি ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। - এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। - মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। - ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। - আর ২৮ ডিসেম্বর, ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন। - আর ৭জুলাই, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে। - ৪ নভেম্বর, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয় (এটির চলমান অংশ লাইন-৬)। - মেট্রোরেলের প্রথম মহিলা চালক মরিয়ম আফিজা। - কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালে। - ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।