যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার -২০১৯ (70 টি প্রশ্ন )
সিপিইউ মানে “সেন্ট্রাল প্রসেসিং ইউনিট” (Central Processing Unit)। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা সকল কাজ নির্দেশ অনুযায়ী সম্পাদন করে ফলাফল বের করে। সিপিইউ বলতে মূলতঃ প্রসেসরকেই বোঝানো হয়। প্রসেসর হল অসংখ্য একটি ইলেক্ট্রনিক সার্কিট যুক্ত ডিভাইস যা লজিক গেইট ব্যবহার করে প্রদত্ত তথ্য যাচাই করে তুলনামুলক তথ্য বের করতে পারে। প্রসেসরের মাঝে এই কাজ সম্পাদন করার জন্য যে অংশ থাকে তার নাম এএলইউ।
- ILO(আইএলও)-International Labour Organisation  প্রতিষ্ঠিত হয়- ১৯১৯ সালে।
-  ILO শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৬৯ সালে।





হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টোল ও ডায়াস্টোল.বলে।
চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা। লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ সালে বাংলা, বিহার ও উড়িষ্যায় এই ব্যবস্থা চালু করেন। এ চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী একজন সাংসদের সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। ...
-অন্যদিকে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ৩৫ বছর এবং ভোটাধিকার প্রাপ্তির বয়স ১৮ বছর।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), যা ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টা‍য় নেতৃত্ব দেয়।





ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী। ত্রিভূজটি সমকোণী হওয়ায় এবং দ্বিতীয় কোণের মানের ৫০ ডিগ্রি হওয়ায়, অপর কোণের মান (১৮০-৯০-৫০) = ৪০ ডিগ্রী হবে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



(√3.√5)4 = (3.5)2 = 152 = 225





প্রশ্ন থেকে পাই, 
২ বছরে সুদ বাড়ে ৪০ টাকা। 
তাহলে, প্রতি বছরে সূদের পরিমাণ ২০ টাকা। 
আসলের পরিমাণ ৪৬০-৩X২০ = ৪০০ টাকা।

যেহুতু পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর, তাই বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। 

দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ হলে দুই পুত্রের বর্তমান গড় বয়স ১০। 

বর্তমানে পিতার বয়স ৬০ - ১০x২ = ৪০ বছর।


ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৩৬ টাকা হলে বিক্রয়মূল্য (১২০/১০০)×৩৬
                                          =৪৩.২ টাকা

১২ টি কলার বিক্রয়মূল্য ৪৩.২ টাকা
১ টি কলার বিক্রয়মূল্য ৪৩.২/১২ টাকা
২০ টি কলার বিক্রয়মূল্য (৪৩.২/১২)×২০
                              =৭২ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১৪৩ এর ২/ ১১ = ২৬ ক্ষুদ্রতম 

১৪৩ এর ৫/ ১১ = ৬৫ বৃহত্তম 

ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য = ৬৫-২৬ = ৩৯


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0