বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
Solution
Correct Answer: Option D
চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা। লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ সালে বাংলা, বিহার ও উড়িষ্যায় এই ব্যবস্থা চালু করেন। এ চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন।