সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রী হলে, অপর কোনটি কত?
A ৪০ ডিগ্রী
B ৪৫ ডিগ্রী
C ৫০ ডিগ্রী
D ৩০ ডিগ্রী
Solution
Correct Answer: Option A
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী। ত্রিভূজটি সমকোণী হওয়ায় এবং দ্বিতীয় কোণের মানের ৫০ ডিগ্রি হওয়ায়, অপর কোণের মান (১৮০-৯০-৫০) = ৪০ ডিগ্রী হবে