পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব ইনস্পেক্টর- ২৩.০৩.২০১৮ (61 টি প্রশ্ন )
ধরি ,আসল x টাকা
সুদাসল =২x টাকা
সুদ (২x -x ) টাকা
       = x টাকা
∴ I=Pnr
x=x× ৫× r/১০০%
বা , r =১০০/৫ %
r = ২০%
নির্ণেয় ল সা গু =২×২×২×৫×৩=১২০
এখন , যেহেতু সৈন্যগুলোকে বর্গাকারেও সাজানো যায় তাহলে সৈন্য সংখ্যা হবে ১২০ এর গুনিতক এবং পূর্ণ বর্গ সংখ্যা ।এখানে উল্লেখিত অপশন গুলোর মধ্যে ৩৬০০ ই হচ্ছে ১২০ এর গুনিতক এবং পূর্ণ বর্গসংখ্যা । vv
অপশন গুলোর মধ্যে সবচেয়ে শক্ত স্বর্ণ, তারপর যথাক্রমে রুপা এবং তামা।
উল্লেখ্য, প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ হীরা (অধাতু)। হীরা কার্বনের একটি রূপ।
রাশিয়ান প্রখ্যাত লেখক লিও টলস্টয় এর বিখ্যাত গ্রন্থ 'War and peace ' .এটি ১৮৬৯ সালে প্রথম প্রকাশিত হয় ।
১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১ জানুয়ারি দাসপ্রথা নিষিদ্ধের ঘোষণা দেন। মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়। আব্রাহাম লিংকনের সময় আমেরিকায় গৃহযুদ্ধ চলছিলো। আব্রাহাম লিংকন গেটিসবার্গ ভাষনের জন্যে বিখ্যাত।
অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের দেশ পরিচালনার জন্য লিখিত সংবিধান না থাক্লেও প্রচলিত প্রথা ও আইনের উপর ভিত্তি করেই দেশটি পরিচালিত হয় ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর নিতুন কুণ্ডু কর্তৃক নির্মিত 'সাবাস বাংলাদেশ ' বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম ।
খনি থেকে উত্তোলিত সোনাকে শিল্পকারখানায় যখন বিশুদ্ধ করা হয় ,তখন এতে কোন খাদ বা ভেজাল থাকে না । এদেরকে ২৪ ক্যারেট হিসেবে বাজারজাত করা হয়। এদের দ্বারা কোন গহনা তৈরি করা যায় না । স্বর্ণমুদ্রা ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা হয় ।
ফ্রান্স কর্তৃক যুক্তরাষ্ট্রকে পুরস্কার দেয়া স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ছিটমহল 'লিবার্টি আইল্যান্ড ' অবস্থিত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বেরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। আর এটি উত্তর মহাসাগরের চুকচি সাগরের সাথে প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরের সংযোগ স্থাপন করেছে ।
ভিটামিন A দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখার জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন । এর অভাবে রাতকানা রোগ হয় ।
বাংলাদেশের কৃষিতে উচ্চফলনশীল ও উন্নত জাতের গমের নাম সোনালিকা ও আকবর ।এছাড়াও আরও কয়েকটি উন্নত জাতের গম হল বলাকা , দোয়েল ,কাঞ্চন ইত্যাদি ।
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নাম ডায়েট ।আর এর নিম্নকক্ষ ও উচ্চকক্ষের নাম যথাক্রমে হাউস অব রিপ্রেজেনটেটিভস ও হাউস অব কাউন্সিলরস ।
-বাংলাদেশের দক্ষিনের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সমুদ্র সৈকত কুয়াকাটা সাগরকন্যা নামে পরিচিত ।
১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের রাজধানী ষ্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন ৫ জুনকে আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করলে ,পরবর্তী সময় থেকে এ দিবস পালিত হয়ে আসছে ।
বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেন উদ্ভিদও উদ্দেপনায় অংশ নেয় ।তিনি ক্রেসকোগ্রাফ নামক একটি যন্ত্র আবিস্কার করেন যার সাহায্যে উদ্ভিদের উদ্দেপনায় পরিমাণ করা যায় ।
মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীরবর্তী ছোট দেশ কুয়েতের মুদ্রার নাম দিনার ।বিশ্বের সরবোচ্চ মূল্যমানের মুদ্রা এ কুয়েতি দিনার ।কুয়েতি ১ দিনার সমান বাংলাদেশি ২৭৮ টাকা
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সময় হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধে যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব -সেক্টরে ভাগ করা হয়েছিল । ।
ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসগরের তীরবর্তী ইউরোপের দক্ষিণ - পশ্চিমের আইবেরীয় উপদ্বীপের দেশ স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
wisdom অর্থ প্রজ্ঞা আর জ্ঞানের ইংরেজি knowledge ,বুদ্ধির ইংরেজি intelligence আর মেধার ইংরেজি merit .
The rich(wealthy) বলতে একটা নির্দিষ্ট community কে বোঝানো হয়েছে এই ধরণের শব্দ গুলো plural হয়. বাক্যের গঠন অনুযায়ী The rich are not always happy বাক্যটি সঠিক।
one of +plural noun +singular verb হয় ।
সঠিক বানানযুক্ত শব্দটি হল ac-cel-er-ate যার অর্থ গতি বাড়ানো ,
'Hard and fast' অর্থ ধরাবাঁধা যা fixed (অনড় ,অপরিবর্তনীয় ) দ্বারা প্রকাশ পায়
'In black and white' phrase টি বাংলা অর্থ লিখিতভাবে অর্থাৎ in writing .
'A fish out of water " অর্থ অস্বস্তিকর অবস্থা যা uneasy state দ্বারা প্রকাশ পায় ।
' At home ' idiom টি সঠিক অর্থ familiar with (পরিচিত )
William Shakespear মূলত plays বা নাটকের জন্য বিখ্যাত ।তার জীবদ্দশায় তিনি ৩৭ টি নাটক লিখেছেন ।তার নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল macbeth ,Romeo and Juliet ,As You Like it ইত্যাদি ।
gentle (অমায়িক ,নম্র ,মৃদু ) এর বিপরীত শব্দ রূঢ় harsh (প্রখর,কঠিন ,রুঢ়)
modest=ছোট
clever=চালাক
rude (অসভ্য)

একই রকম দুটি উত্তর মনে হলে সঠিক উত্তর সেটাই হবে যেটা বেশি close. অর্থাৎ সরাসরি প্রতিস্থাপন করে negative বাক্য তৈরি করলেও অর্থের কোনরুপ পরিবর্তন হয় না। যেমন-
He was  gentle to me=তিনি আমার প্রতি নম্র ছিল .
He was  not  harsh to me=সে আমার প্রতি কঠোর ছিল না ।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
competent (উপযুক্ত ,সক্ষম ,দক্ষ ) এর synonym হল capable (সক্ষম ) । তাছাড়া circumspect অর্থ সতর্ক ,discrete অর্থ পৃথক , অসংলগ্ন আর prudent অর্থ বিচক্ষণ ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0