পায়রা বন্দর কর্তৃপক্ষ (অফিস সহায়ক) - ২০.০৫.২০২৩ (75 টি প্রশ্ন )
গিফেন দ্রব্য:
- এমন কিছু নিকৃষ্ঠ দ্রব্য আছে যেমন- মোটা চাল, মোটা কাপড়, প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়।
- অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন এর নামানুসারে এসব ব্যতিক্রমধর্মী দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়।

অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩
• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।
• পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১)
• মুদ্রাস্ফীতি : ৯.২৪%
• মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।
• মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।
• দারিদ্র্যের হার : ১৮.৭%
• চরম দারিদ্র্যের হার : ৫.৬০%
• স্বাক্ষরতার হার : ৭৬.৪%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০%
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬%
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪%
• মোট ব্যাংক : ৬১টি
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে।
• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি)
• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)

- আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন।
- তিনি ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ Foundations of Economics Analysis.
- তিনি ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে সে সব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product - GDP) বলা হয়।
- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।


- হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে।
- এক্ষেত্রে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা যা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ।
- ব্যবসা-বাণিজ্যের লেনদেন এবং আর্থিক অবস্থার হিসাব রাখা, মোটামুটি হিসাব-নিকাশ করা, বিশ্লেষণ করা এবং রিপোর্ট তৈরি করার ব্যবস্থাপনার বিষয়বস্তুকে হিসাব বিজ্ঞান বলা হয়।


ধরি,
প্রশ্নের সংখ্যা = n
সে প্রথম ২০টি থেকে উত্তর করে ১৫ টি
অবশিষ্ট অংশ থেকে উত্তর করে (n-২০) × (১/৩)

প্রশ্নমতে,
⇒১৫ + (n- ২০)× (১/৩) = n এর ৫০%
⇒১৫ + (n- ২০) × (১/৩) = n /২
⇒(৪৫ + n  - ২০)/৩ = n /২
⇒(২৫ + n)/৩  = n /২
⇒৩n = ৫০ + ২n 
⇒৩n - ২n = ৫০ 
∴ n = ৫০
ধরি, মূল বেতন = ১০০ টাকা

১০% কমানোর পর
বেতন = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

১০% বৃদ্ধিতে
বেতন = ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + ৯০ এর ১০/১০০
= ৯০ + ৯
= ৯৯

∴ ক্ষতি = (১০০ - ৯৯) = ১%
(১৫/২)% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - (১৫/২) টাকা
=(২০০ - ১৫)/২
= ১৮৫/২ টাকা

১০% কমে,
ক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৯০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৯০)/১০০ = ১০৮ টাকা

বিক্রয়মূল্য বেশি (১০৮ - ১৮৫/২) টাকা
= (২১৬ - ১৮৫)/২
= ৩১/২ টাকা

বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ২)/৩১ টাকা
∴ বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩১ × ২)/৩১ = ২০০ টাকা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪
⇒ ৩ক = ২৪০
∴ ক  =৮০ লিটার
দেওয়া আছে, 
x= 1+2= 3 
⇒ x2 = 9

আবার, 
y = 1-2 = -1
⇒ y2 = 1


∴ x2+y2 = 9 + 1 = 10
আসল P = ৪০০০ টাকা
মুনাফা I = (৫২৮০ - ৪০০০) টাকা
= ১২৮০ টাকা

সময় n = ৪ বছর
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
= (১২৮০ × ১০০)/(৪০০০ × ৪)
= ৮%

আবার
মুনাফা I = (৮৮০০ - ৪০০০) টাকা
= ৪৮০০ টাকা

আবার
n = I/Pr
= ৪৮০০/{৪০০০ × (৮/১০০)}
= ৪৮০০/৩২০
= ১৫ বছর

∴ আরো সময় লাগবে = (১৫ - ৪) বছর  = ১১ বছর
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৭৬)/১২০ টাকা
= ৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পূর্ন হয় ট্যাঙ্কের = ১/২ অংশ
পাম্প এবং লিক দ্বারা ১ ঘণ্টায় পূর্ন হয় ট্যাঙ্কের = ৩/৭ অংশ

লিক দ্বারা ১ ঘন্টায় খালি হয় ট্যাঙ্কের  = (১/২) - (৩/৭) অংশ
=  (৭ - ৬)/১৪ অংশ
= ১/১৪ অংশ

লিক দ্বারা ট্যাঙ্কের ১/১৪ অংশ খালি হয় ১ ঘণ্টায়
∴ লিক দ্বারা ট্যাঙ্কের ১(সম্পূর্ণ) অংশ খালি হয় (১× ১৪)/১ ঘণ্টায়
                                                     = ১৪ ঘণ্টায়
1. যদি কোনো রেখা x-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 0° এবং m = = tan 0° = 0 অর্থাৎ x-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (0)
2.  যদি কোনো রেখা y-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 90° এবং m = tan 90° = 0 অর্থাৎ y-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল সংজ্ঞায়িত নয় ।
3. দুইটি সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে।
4. দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হবে অর্থাৎ m1 . m2 = - 1 হবে।
যেকোন সেট A, B, C এর জন্য
i) A × (B ∪ C) = (A × B) ∪ (A × C)
ii) A × (B ∩ C) = (A × B) ∩  (A × C)
- লিমিটেড কোম্পানিসমূহ মূলধন সংগ্রহের জন্য প্রাইমারি মার্কেটে শেয়ার অফার করে।
- সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন, এ প্রক্রিয়াকে Initial Public Offering (IPO) বলে।
পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত:
- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD)
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA),
- International Finance Corporation (IFC),
- Multilateral Investment Guarantee Agency (MIGA),
- International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
- বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত।
- ১৯৮৮ সালে এটি চালু হয়।
- এ স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপালের সাথে স্থল পথে বাণিজ্য সম্পন্ন হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম।
• তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে ‘অনলাইন ব্যাংকিং'।
• E-banking-এর সমার্থক Internet Banking.
• সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল—জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ)
• এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে, যার আয়তন প্রায় ৩৩,৮০৫ একর। এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি বৈধ চেকের মেয়াদ ৬ মাস। একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে কার্যকর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান--
- অর্থনীতির জনক ও ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা হলেন এডাম স্মিথ।
- আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে।
- পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক হলো মূল্য।
- বিশ্বের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অব শাস্ত্রী।
- বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে৷
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে যার নাম 'ব্যাংক অব ইংল্যান্ড' ।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম ব্যাংক অব ভেনিস।
- ব্যাংক অব সুইডেন বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক।
- হিন্দুস্থান ব্যাংক উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। হাবিব ব্যাংক লিঃ উপমহাদেশে প্রথম মুসলিম ব্যাংক
- World Development Report বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank -এর ।  
- প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে। প্রথম রিপোর্ট প্রকাশ করে ১৯৭৮ সালে। 
- বিশ্ব ব্যাংকের এর অন্যান্য রিপোর্ট হল-Ease of Doing Business, Global Economic Prospects.

- সৌদি আরব হল বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ।
- ২০২৩ সালের অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন গড়ে ১২.৩ মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম উৎপাদন করে।
- এটি বিশ্বের মোট উৎপাদিত পেট্রোলিয়ামের প্রায় ১২.৫%।
একমাত্র উত্তরা ইপিজেড কৃষিভিত্তিক ,যা উত্তর বঙ্গের নীলফামারীতে অবস্থিত । এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি ক্ষুদ্রতম সরকারি ইপিজেড।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• কেন্দ্রীয় ব্যাংকের কাজ:
- নোট ও মুদ্রার প্রচলন করা।
- মুদ্রা মান ঠিক রাখা
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা
- ঋণ নিয়ন্ত্রণ করা ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা।
- সরকারকে পরামর্শ দেয়া।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0