গিফেন দ্রব্য: - এমন কিছু নিকৃষ্ঠ দ্রব্য আছে যেমন- মোটা চাল, মোটা কাপড়, প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। - অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন এর নামানুসারে এসব ব্যতিক্রমধর্মী দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়।
• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি । • জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%। • জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন। • পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০ • সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) । • গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১) • মুদ্রাস্ফীতি : ৯.২৪% • মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার। • মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার। • দারিদ্র্যের হার : ১৮.৭% • চরম দারিদ্র্যের হার : ৫.৬০% • স্বাক্ষরতার হার : ৭৬.৪% • জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩% • জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০% • জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬% • জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪% • মোট ব্যাংক : ৬১টি • ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি • বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে। • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি) • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)
- আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। - তিনি ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। - তাঁর বিখ্যাত গ্রন্থ Foundations of Economics Analysis. - তিনি ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে সে সব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product - GDP) বলা হয়। - একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।
- হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে। - এক্ষেত্রে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা যা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। - ব্যবসা-বাণিজ্যের লেনদেন এবং আর্থিক অবস্থার হিসাব রাখা, মোটামুটি হিসাব-নিকাশ করা, বিশ্লেষণ করা এবং রিপোর্ট তৈরি করার ব্যবস্থাপনার বিষয়বস্তুকে হিসাব বিজ্ঞান বলা হয়।
1. যদি কোনো রেখা x-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 0° এবং m = = tan 0° = 0 অর্থাৎ x-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (0) 2. যদি কোনো রেখা y-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 90° এবং m = tan 90° = 0 অর্থাৎ y-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল সংজ্ঞায়িত নয় । 3. দুইটি সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে। 4. দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হবে অর্থাৎ m1 . m2 = - 1 হবে।
- লিমিটেড কোম্পানিসমূহ মূলধন সংগ্রহের জন্য প্রাইমারি মার্কেটে শেয়ার অফার করে। - সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন, এ প্রক্রিয়াকে Initial Public Offering (IPO) বলে।
পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত: - পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA), - International Finance Corporation (IFC), - Multilateral Investment Guarantee Agency (MIGA), - International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
- বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। - ১৯৮৮ সালে এটি চালু হয়। - এ স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপালের সাথে স্থল পথে বাণিজ্য সম্পন্ন হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম। • তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে ‘অনলাইন ব্যাংকিং'। • E-banking-এর সমার্থক Internet Banking.
• সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল—জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ) । • এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে, যার আয়তন প্রায় ৩৩,৮০৫ একর। এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। - ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান-- - অর্থনীতির জনক ও ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা হলেন এডাম স্মিথ। - আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে। - পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক হলো মূল্য। - বিশ্বের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অব শাস্ত্রী। - বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে৷ - বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে যার নাম 'ব্যাংক অব ইংল্যান্ড' । - বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম ব্যাংক অব ভেনিস। - ব্যাংক অব সুইডেন বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক। - হিন্দুস্থান ব্যাংক উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। হাবিব ব্যাংক লিঃ উপমহাদেশে প্রথম মুসলিম ব্যাংক
- সৌদি আরব হল বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ। - ২০২৩ সালের অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন গড়ে ১২.৩ মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম উৎপাদন করে। - এটি বিশ্বের মোট উৎপাদিত পেট্রোলিয়ামের প্রায় ১২.৫%।
• কেন্দ্রীয় ব্যাংকের কাজ: - নোট ও মুদ্রার প্রচলন করা। - মুদ্রা মান ঠিক রাখা - মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা - ঋণ নিয়ন্ত্রণ করা । - বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা। - সরকারকে পরামর্শ দেয়া।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।