Solution
Correct Answer: Option B
খনি থেকে উত্তোলিত সোনাকে শিল্পকারখানায় যখন বিশুদ্ধ করা হয় ,তখন এতে কোন খাদ বা ভেজাল থাকে না । এদেরকে ২৪ ক্যারেট হিসেবে বাজারজাত করা হয়। এদের দ্বারা কোন গহনা তৈরি করা যায় না । স্বর্ণমুদ্রা ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা হয় ।