'বিপদ এবং দুঃখ একই সময়ে আসে'। -কোন ধরনের বাক্য ?
Solution
Correct Answer: Option A
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে ।
যেমনঃ
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে ।
- তুমি মিথ্যা বলেছ, সুতরাং তোমর পাপ হবে।
টেকনিক: দুটি সরল বাক্যকে (এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তারপর, সুতরাং, নতুবা, যদ্যপি)— এই অব্যয়গুলো দ্বরা কানেক্ট করলেই তা যৌগিক বাক্য।
যেমন—
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
তিনি ধনী, কিন্তু অত্যন্ত কৃপণ।
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
লক্ষণীয়: যৌগিক বাক্যে সব সময় যে যোজকটি প্রকাশ্যভাবে ব্যবহৃত হবে তা নাও হতে পারে।
যেমন—
শাপলা পড়ছে, শালুক ঘুমিয়ে পড়েছে। (আর লোপে)
তুমি যাবে, বেশিক্ষণ বসবে না। (তবে লোপে)
এখন আর ভাত খাব না, এক কাপ চা দাও (বরং লোপে)
সামনে দাঁড়িয়ো না, একপাশে সরে দাঁড়াও। (বরং লোপে)