Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-

A ইমেইল সার্ভার

B ওয়েব সার্ভার

C ডাটাবেইস সার্ভার

D ফাইল সার্ভার

Solution

Correct Answer: Option B

- ওয়েব পেইজ বা ওয়েবসাইট এর ডাটা সংরক্ষিত থাকার স্থানকে ওয়েব সার্ভার বলে ।
- ওয়েব ব্রাউজারে যখন কোন কিছু লিখে ইন্টার বাটনে ক্লিক করা হয়, তখন ওয়েব সার্ভার থেকে তথ্য ওয়েব ব্রাউজারে কাঙ্খিত কনটেন্ট দেখা যায়।
- যেমনঃ Apache, Nginx, httpd ইত্যাদি হল ওয়েব সার্ভার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions