Loading [MathJax]/extensions/tex2jax.js
 
অন্যান্য (497 টি প্রশ্ন )
• Linkedin হলো পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় ওয়েবসাইট।
•  ২০০২ সালে রেইড হফম্যান, এরিক লি,  অ্যালেন ব্রু Linkedin প্রতিষ্ঠা করেন। এটি ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
•  এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। উল্লেখ্য, Linkedin Corporation এর মূল সংস্থা হলো মাইক্রোসফট কর্পোরেশন।
- স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- বৈশ্বিক ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা বাড়াতেই মহাকাশে এসব কৃত্রিম উপগ্রহগুচ্ছ গড়ে তোলা হয়েছে।
- স্টারলিংক তাদের কার্যক্রম শুরু করে ২০১৫ সালে, আর অফিশিয়ালি লঞ্চ করে ২০১৮ সালে।

- GIS এর পূর্ণরূপ হলো : Geographic Information System.

- ভৌগোলিক তথ্য ব্যবস্থা-র (ইংরেজি: Geographic Information System) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়।

- এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় । জি আই এস হল ভূতথ্যবিজ্ঞান -এর একটা বৃহত্তর অংশ।


কম্পিউটার বুট হলো কম্পিউটার চালু করার প্রক্রিয়া। এটি একটি প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার লোড করে এবং অপারেটিং সিস্টেম (OS) চালু করে।
- মুক্ত পাঠ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (ICT) অধীনে "বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল" (BCC) কর্তৃক পরিচালিত একটি উম্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম।
- এ প্লাটফর্ম থেকে আগ্রহী যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন।
- এই প্লাটফর্মে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীও ‘মুক্তপাঠ’ থেকে শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
- ‘মুক্তপাঠ’-এর ব্যবহারকারী হল শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, কর্মজীবী ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, প্রবাসী কর্মী এবং গৃহিণী। এককথায় সকলের জন্য এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত।
সূত্র- muktopaath.gov.bd

- ১৯৮৯ সালে অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আইএসপি প্রতিষ্ঠিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রোকলাইন এবং ম্যাসাচুসেটসে "দ্যা ওয়ার্ল্ড" প্রথম বাণিজ্যিক আইএসপি প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে।
- তাদের প্রথম গ্রাহকে তারা সেবা প্রদান করে ১৯৮৯ এর নভেম্বর মাসে।
- IBM এর অ্যাডভান্সড ইন্টারেক্টিভ এক্সিকিউটিভ, বা AIX হল মালিকানাধীন ইউনিক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলির একটি সিরিজ যা IBM দ্বারা নির্মিত এবং বিক্রি করে ।
- AIX হল নেতৃস্থানীয় ওপেন স্ট্যান্ডার্ড-ভিত্তিক UNIX অপারেটিং সিস্টেম যা এন্টারপ্রাইজের জন্য নিরাপদ, মাপযোগ্য, এবং শক্তিশালী অবকাঠামো সমাধান প্রদান করে।
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PanS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
- বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান গুলো হচ্ছে - হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেকটিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- মাল্টিমিডিয়া হলো বিভিন্ন মিডিয়া, যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও, ইত্যাদির সমন্বয়।
- প্রোগ্রামিংয়ের ক্ষমতা মাল্টিমিডিয়াকে আরও আকর্ষক এবং ব্যবহারকারী-বান্ধব করে তোলে। প্রোগ্রামিং ব্যবহার করে, আমরা মাল্টিমিডিয়া সামগ্রীকে ব্যবহারকারীর ইনপুট এবং আউটপুটের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি।

- গ্রাফিক্স এবং এনিমেশন হলো মাল্টিমিডিয়া সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে তারা ইন্টারঅ্যাক্টিভিটির মতো ব্যবহারকারীর সাথে যোগাযোগের সুযোগ প্রদান করে না



- ডিজিটাল ভিডিও ডিস্ক (Digital Video Disc) বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) হচ্ছে এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক তথ্য রাখার ফরম্যাট। 
- ডিভিডিতে তথ্য ধারণক্ষমতা সিডি এর চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি।
- ডিভিডি এর ধারণক্ষমতা ৪ থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত। শব্দ, ছবি এবং কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ডিভিডি হলো এক বৈপ্লবিক অগ্রগতি। সিডি এবং ডিভিডি ডিস্ক দুইটি সমান। ১.২ মিলিমিটার পুরু হলেও সিডিতে তথ্য ধারণের জন্য রয়েছে একটিমাত্র ভিত্তিস্তর অথচ ডিভিডিতে রয়েছে ০.৬ মিলিমিটার পুরু দুটি ভিত্তিস্তর।
- ১৯৯৪ সালে আইবিএম আর মিতসুবিসি ইলেকট্রিক কর্পোরেশন যৌথ উদ্যোগে তৈরি করেছিল বিশ্বের প্রথম স্মার্টফোন।
- তারা ফোনটির নাম দেয় আইবিএম সিমন।
- তাদের স্মার্টফোন বাজারে আসার ১৫ বছর পরে অ্যাপল আইফোন বাজারে আসে
- WWW(World Wide Web) হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা Web Page. এই Web Page পরিদর্শন করাকে Web Browsing বলে। ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাস লি এটি উদ্ভাবন করেন।
- HTTP (Hypertext Transfer Protocol): এটি ইন্টারনেটের মাধ্যমে ওয়েব পৃষ্ঠার ডেটা প্রেরণ এবং গ্রহণের জন্য ব্যবহৃত প্রোটোকল। এটি ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগ সক্ষম করে।
- LAN হলো Local Area Network এর সংক্ষিপ্ত রূপ।  Local Area Network হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি ছোট এলাকা জুড়ে বিস্তৃত।
• Master club হলো একটি ক্রেডিট কার্ড কোম্পানি নয়। Master club হলো একটি ভুল বানান। সঠিক বানান হলো MasterCard।
• Visa, American express এবং Dinners club হলো ক্রেডিট কার্ড কোম্পানি।
সঠিক উত্তর Fugaku.
-এটি একটি জাপানি সুপার কম্পিউটার যা Fujitsu তৈরি করেছে ।
-এটি জাপানের কোবেতে RIKEN সেন্টার ফর কম্পিউটেশনাল সায়েন্স (R-CCS) এ অবস্থিত৷

অন্যান্য অপশনগুলো হলো:

-Summit হল IBM এর তৈরি একটি আমেরিকান সুপার কম্পিউটার এবং জুন 2018 থেকে জুন 2020 পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত।

-Sierra হল একটি আমেরিকান সুপার কম্পিউটার যা IBM তৈরি করেছে এবং জুন 2018 থেকে জুন 2020 পর্যন্ত বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সুপার কম্পিউটার ছিল। এটি ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত।

-Sunway TaihuLight জুন 2016 থেকে জুন 2018 পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার ছিল। এটি একটি চীনা সুপার কম্পিউটার যা ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ প্যারালাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (NRCPC) তৈরি করেছে।
March 21, 2006, San Francisco, California, United States.
-কিবোর্ড এর প্রথম ৬ টি কী যেভাবে সজ্জিত থাকে তার উপর ভিত্তি করে কিবোর্ড লেআউট হয়। 
-বর্তমানে QWERTY কিবোর্ড ্সবচেয়ে বেশি জনপ্রিয়।
 
-ক্রিস্টোফার ল্যাথাম শোলস(C. L. Sholes) 1870 এর দশকের গোড়ার দিকে QWERTY কীবোর্ড আবিষ্কার করেন। 
-তিনি ছিলেন একজন আমেরিকান উদ্ভাবক এবং সংবাদপত্রের সম্পাদক। 
-শোলস 1867 সালের অক্টোবরে তার প্রাথমিক লেখার মেশিনের জন্য একটি পেটেন্ট আবেদন দাখিল করেন।
 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-চীন হল বৃহত্তম মোবাইল তৈরির দেশ। 
-চীনে মোবাইল ফোন তৈরির কারখানাগুলির সংখ্যা প্রায় ৫০০০। 
-এই কারখানাগুলিতে প্রতি বছর প্রায় ১০০ কোটি মোবাইল ফোন তৈরি হয়। 
-চীনের মোবাইল ফোন তৈরির কারখানাগুলিতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা কোম্পানিগুলি, যেমন অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, ওপ্পো, রিয়েলমি এবং ভিভো তাদের মোবাইল ফোন তৈরি করে। 
-সুতরাং, উত্তর হল (খ) চীন।

-বাংলাদেশের এন্টি-ভাইরাস কোম্পানী - RAFUSOFT এর তৈরি এন্টি-ভাইরাস Cobra।

-এই অ্যান্টিভাইরাস পণ্যটি আপনাকে বিপুল বৈচিত্র্যের ভাইরাসের হুমকির বিপরীতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে। এর উচ্চতর স্ক্যানিং এবং ক্লিনিং ইঞ্জিন অক্লান্তভাবে ট্রোজান, ভাইরাস এবং বিভিন্ন ম্যালওয়্যারের জন্য ল্যাপটপ স্ক্যান করে।
-হাব  এক প্রকার নেটওয়ার্ক ডিভাইস। দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।

-নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য প্যাকেট আদানপ্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরোয়ার্ডিং করতে পারে।

-সুইচের সুবিধা
১।ডেটার কলিশন সম্ভাবনা কমায়।
 ২।ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।
৩।ডাটা ফিল্টারিং সম্ভব হয়।
 ৪।পোর্ট হাবের তুলনায় বেশি থাকে। সুইচের গতি হাবের তুলনায় বেশি।
-বায়োস হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত ।

-বায়োস মূলত একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। এটি মূলত একটি চীপ আকারে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে।

-কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই রম থেকে এই সফটওয়্যারটি চালু হয়ে যায়। এবং কম্পিউটার কম্পোনেন্ট লিস্ট তৈরী এবং সাধারন চেকিং গুলো করে থাকে।

-বায়োস কম্পিউটারের বিভিন্ন সমস্যা ডিসপ্লে এবং সিস্টেম স্পিকারের মাধ্যমে জানিয়ে দিবে। যেমন- কম্পিউটার চালু হওয়ার জন্য প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম না পেলে Boot Failure মেসেজ দিবে। বা র‌্যাম না থাকলেও স্পিকারের মাধ্যমে বিপ দিবে।
চিলি সলপট্রেটের রাসায়নিক নাম সোডিয়াম নাইট্রাইট - সোডিয়াম নাইট্রেট

✔ www বা  ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যের একটি ভান্ডার।

✔ ১৯৮৯ সালের মার্চে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স লি পূর্ববর্তী হাইপারটেক্সট সিস্টেম হতে ধারনা নিয়ে যে প্রস্তাবনা লেখেন তা হতেই  WWW উৎপত্তি ।

✔ WWW কে সংক্ষেপে ওয়েব পেইজও বলা হয়।একে মাল্টিমিডিয়াও বলা হয়।

✔ WWW এর জনক টিম বার্নার্স লি কে ।
-১৯৬৯ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় সর্বপ্রথম ইন্টারনেট চালু করেন ।
-ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ।
-৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ।
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রজন্ম হল ১৯৯০-২০০০ পর্যন্ত।

দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
১। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
২। SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
৩। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।
৪। GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
৫। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৬। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।
কম্পিউটার এবং কম্পিউটার প্রোগ্রামিং এ যে চার ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সে গুলো হল:
- ডেসিম্যাল (Decimal) বা দশমিক সংখ্যা পদ্ধতি
- বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি
- অক্টাল (Octal) সংখ্যা পদ্ধতি
- হেক্সাডেসিম্যাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি

 বাইনারি কোডেড ডেসিমাল (বিসিডি) হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বাইনারি কোড কে ৪ বিট করে 0 - 9 অক্ষরের দ্বারা প্রকাশ করা হয়। এই কোডের মান দেখতে দশমিক সংখ্যার মতো তাই একে Binary Coded Decimal ও বলা হয়; যদিও ডেসিমাল কোড ও বাইনারি কোডেড ডেসিমাল দেখতে একই রকম হলেও প্রকৃত মান ভিন্ন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-ডাটাবেজ প্রোগ্রাম নয় PowerPoint।
-ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম হলো- Microsoft Access, MySQL, SQlite, Microsoft SQL Server, Oracle, Sybas, dBASE, FoxProo, IBM DB2 ইত্যাদি।

-মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের তৈরি একটি স্লাইড শো উপস্থাপনা প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস স্যুটের অংশ হিসাবে এটি চালু হয় ২২ মে, ১৯৯০। উপরের বাকি তিনটা কম্পিউটার প্রোগ্রাম কিন্তু পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট প্রোগ্রাম।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0