-মেশ টপোলজির প্রতিটি নোড নেটওয়ার্কের অধীনস্থ অন্যান্য সকল নোডের সাথে সরাসরি (পয়েন্ট-টু-পয়েন্ট) সংযুক্ত থাকে অথবা কেবল কয়েকটি নোডের সাথে সরাসরি (পয়েন্ট-টু-পয়েন্ট) সংযুক্ত থাকে। এতে কেন্দ্ৰীয় ডিভাইস বা সার্ভার এর প্রয়োজন হয় না।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়। নেটওয়ার্কের তারের সংখ্যা = (n * (n-1) ) / 2 । তাহলে ৬ টি কম্পিউটারের জন্য ব্যবহৃত তারের সংখ্যা = (6 × 5)/2 = 15 টি ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
To find the 2's complement of a binary number, you can follow these steps:
1. Invert all of the bits in the number. 2. Add 1 to the resulting number.
For example, to find the 2's complement of 00010110: 1. Invert all of the bits: 11101001 2. Add 1: 11101010
So the 2's complement of 00010110 is 11101010.
The 2's complement is often used in computer systems to represent negative numbers. In this system, the most significant bit (the leftmost bit) is used to represent the sign of the number. A 0 indicates a positive number, while a 1 indicates a negative number. The 2's complement of a number is used to represent the negative version of that number in this system.
2 এর পরিপূরকটি প্রায়ই কম্পিউটার সিস্টেমে ঋণাত্মক সংখ্যার বুঝাতে ব্যবহৃত হয়। এই সিস্টেমে, সংখ্যার চিহ্নের প্রতিনিধিত্ব করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট (the leftmost bit) ব্যবহার করা হয়। একটি 0 সংখ্যা নির্দেশ করে ধনাত্মক , যখন একটি 1 ঋণাত্মক সংখ্যা নির্দেশ করে। একটি সংখ্যার 2 এর পরিপূরকটি এই সিস্টেমে সেই সংখ্যাটির নেতিবাচক উপস্থাপন করতে ব্যবহৃত হয়।
- স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। - সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- হাইপারলিংক (ইংরেজি: Hyperlink) হল উপাত্তের একটি রেফারেন্স বা ইঙ্গিত যা পাঠক সরাসরি ক্লিক করে বা মাউস রাখার দ্বারা অনুসরণ করতে পারে। - একটি নথির একটি সম্পূর্ণ নথিতে অথবা একটি নির্দিষ্ট উপাদানে একটি হাইপারলিংক পয়েন্ট করে। - হাইপারটেক্সট হল লেখাসহ হাইপারলিংক। - হাইপার লিংকের কাজ এক টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- স্টার টপোলজি বা স্টার সংগঠনের কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলো সরাসরি -নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না। - প্রতিটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে। কেন্দ্রীয় কম্পিউটার এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে। - কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়। - কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যাহত হয়, নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
স্টার টপোলজিঃ স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে।
রিং টপোলজিঃ রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড (কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে) এর মাধ্যমে বৃত্তাকারপথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। নেটওয়ার্কের কোন কম্পিউটার ডেটা বা তথ্য (সংকেত) পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে। এভাবে তথ্যের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে।
বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে।
ট্রি টপোলজিঃ ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট (Root) নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা স্যুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়।
কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে , ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রটোকল তৈরি করেছে ।যেমন - TCP / IP , FTP ইত্যাদি ।
TCP/IP এর পূর্ণরূপ হল Transmission Control Protocol/Internet Protocol. টিসিপি/আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রটোকল স্যুট। এই প্রটোকল স্যুটে দুটি প্রটোকলের নাম দেওয়া হয়েছে। এই প্রটোকল দুটি হলো : ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (TCP) ও ইন্টারনেট প্রটোকল (IP)।
-কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে । -কম্পিউটার সফ্টওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
• লিংকডইন প্রধানত PHP (Hypertext Preprocessor) ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে। • Java, Ruby এবং Scala লিংকডইনেও ব্যবহার করা হয়, তবে PHP এর তুলনায় কম। • লিংকডইনের ব্যাক-এন্ড ডেভেলপমেন্টের জন্য প্রধান ভাষা। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-একটি নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটেনুয়েশনের কারণে সিগন্যাল আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে পুনরোদ্ধার করে গন্তব্যে পৌঁছাতে হয়। মাঝামাঝি অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইস করে থাকে তাকে রিপিটার বলে।
মোবাইল টিভি এবং ভিডিও কলের ব্যাবহার শুরু হয় মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মে।
তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য-
১। ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তরিত হয়। ২। ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়। ৩। মডেম সংযোজনের মাধ্যমে ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। ৪। EDGE (Enhanced Date Rates For Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়। ৫। ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। ডেটারেট ২ এমবিপিএস এর অধিক। ৬। মোবাইল ব্যাংকিং, ইকমার্স, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয়। ৭। সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA ৮। উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা। ৯। আন্তর্জাতিক রোমিং সুবিধা। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ইমেইলে ব্যবহৃত তিনটি প্রটোকল নিম্নরূপ: - the Simple Mail Transfer Protocol (SMTP), - the Post Office Protocol (POP), and - the Internet Message Access Protocol (IMAP).
উপরের সবগুলো TCP প্রটোকল ব্যবহার করে, এবং শেষের দুই প্রটোকল মেইল বক্সে প্রবেশ করতে ব্যবহৃত হয়।
মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে দুইভাগে ভাগ করা যায়।যথা-
প্রাইভেট নেটওয়ার্ক- এ ধরনের নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে। অন্য কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। প্রাইভেট নেটওয়ার্ক এ ট্রাফিক নাই বললেই চলে। যেমন- AIUB, BUET ইত্যাদি।
পাবলিক নেটওয়ার্ক- পাবলিক নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না এই ধরনের নেটওয়ার্ক। যেমন- যে কোন মোবাইল ফোন নেটওয়ার্ক, Prodigy, American Online (AOL) ইত্যাদি। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
1200 pbs থেকে 9600 bps বা 9.6 Kpbs পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডকে Voice band বলে। বর্তমানে এটি 96000 bps বা 96 Kpbs পর্যন্ত হয়ে থাকে। সাধারণত টেলিফোন লাইনে এই ব্যান্ডউইডথ (56Kbps) ব্যবহার করা হয়। কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে (যেমন- ডায়াল-আপ মোডেম, স্ক্যানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও ভয়েসব্যান্ড ব্যবহার করা হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- ভুয়া এবং অযাচিত মেইল কে ইংরেজিতে Spam বলা হয়। - স্প্যাম হল ইমেইল, টেক্সট মেসেজ বা অন্যান্য ইলেকট্রনিক বার্তা যা অননুমোদিত এবং অপ্রয়োজনীয়। - স্প্যাম মেইলগুলি প্রায়শই বিজ্ঞাপন, প্রতারণামূলক বার্তা, বা ফিশিং আক্রমণ ধারণ করে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ব্রডব্যান্ড মোড হল এক ধরনের ডেটা ট্রান্সমিশন মোড যা একাধিক ব্যবহারকারীকে একই সময়ে একই ডেটা ভাগ করে নিতে দেয়। ভিডিও কনফারেন্সিং হল এক ধরনের টেলিকমিউনিকেশন প্রযুক্তি যা একাধিক ব্যবহারকারীকে একই সময়ে একই স্থানে উপস্থিত হওয়ার মতো অনুভূতি দেয়। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রচুর পরিমাণে ডেটা প্রয়োজন, তাই এটি ব্রডব্যান্ড মোডের একটি আদর্শ উদাহরণ।
অন্যান্য বিকল্পগুলি ব্রডব্যান্ড মোডের উদাহরণ নয়। টিভি সম্প্রচার হল একটি একমুখী ডেটা ট্রান্সমিশন মোড, যেখানে ডেটা একই সময়ে একই দিক দিয়ে প্রবাহিত হয়। টেলিফোনে আলাপ হল একটি দ্বিমুখী ডেটা ট্রান্সমিশন মোড, তবে এটিতে সাধারণত ব্রডব্যান্ড মোডের প্রয়োজন হয় না। এসএমএস প্রেরণ হল একটি একমুখী ডেটা ট্রান্সমিশন মোড যা সাধারণত কম পরিমাণে ডেটা ব্যবহার করে।
১৩ এপ্রিল ২০১৩ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববুদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রুহুল আমীনের নেতৃত্বে একদল গবেষক এটি চালু করেন।
পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনুসন্ধান ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারা দেশের তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে। এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ও সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ। তাই সাধারণভাবে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়। -১৯৬৯ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় সর্বপ্রথম ইন্টারনেট চালু করেন । - ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ। - ৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় । ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-Wi-Fi শব্দটি Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ। Wi-Fi একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)তৈরি করা যায়। এর এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংবা সাধারণত ইনডোরের ক্ষেত্রে দূরত্ব ৩২ মিটার এবং আউটডোরের ক্ষেত্রে ৯৫-১০০ মিটারের মতো এলাকা জুড়ে হতে পারে।
- গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে WAN ডিভাইসও বলা হয়। - এটি ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে(LAN,MAN,WAN) সংযুক্ত করে WAN তৈরি করে। - ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করার সময় গেটওয়ে প্রটোকল ট্রান্সলেশন করে থাকে। - বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস যেমন – হাব, সুইচ এবং রাউটার ইত্যাদি ডিভাইসসমূহ প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network।কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
একটি নেটওয়ার্কে PC বা কম্পিউটারগুলো যুক্ত থাকে সুইচ এর মাধ্যেমে। এটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়। যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রিয়ভাবে যুক্ত থাকে। একটি সুইচে কতোগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা সুইচের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। সুইচে পোর্টের সংখ্যা ৮, ১৬,২৪ থেকে ৪৮ পর্যন্ত হতে পারে। LAN তৈরির ক্ষেত্রে হাবের চেয়ে সুইচ বেশি ব্যবহৃত হয়। স্টার টপোলজির ক্ষেত্রে সুইচ হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। নেটওয়ার্কের প্রতিটি PC বা কম্পিউটারকে নোড বলে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। ডাটা আদান-প্রদানের জন্য এই প্রটোকল ব্যাবহার করা হয়।
আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- ব্রিজ হল তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা এক ধরনের বিশেষ নেটওয়ার্ক ডিভাইস যা দুইটি ভিন্ন নেটওয়ার্ক আইডির ইথারনেট ল্যান সেগমেন্টকে যুক্ত করে।
ব্রিজ তিন প্রকারঃ যথা - লোকাল ব্রিজ: লোকাল ব্রিজ হল দুটি একই নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদানকারী একটি যন্ত্র। এটি সাধারণত একটি ছোট অফিস বা হোম নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করা হয়। লোকাল ব্রিজ অপটিক্যাল ফাইবার, ইথারনেট বা কো-অ্যাক্সিয়াল ক্যাবলের মাধ্যমে সংযুক্ত হয়। - রিমোট ব্রিজ: এটি হল এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস বিশেষ, যা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানের দুটি LAN সেগমেন্টকে সংযুক্ত করে থাকে। - ওয়্যারলেস ব্রিজ: ওয়্যারলেস ব্রিজ হল দুটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদানকারী একটি যন্ত্র যা তারের পরিবর্তে রেডিও সিগন্যাল ব্যবহার করে। ওয়্যারলেস ব্রিজ 802.11b, 802.11g বা 802.11n প্রযুক্তি ব্যবহার করে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- Dropbox হলো একটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ পরিষেবা যা ব্যবহারকারীদের তাদের ফাইলগুলি ইন্টারনেটে সংরক্ষণ করতে দেয়। - Dropbox ব্যবহারকারীরা তাদের ফাইলগুলি তাদের কম্পিউটার, মোবাইল ডিভাইস, বা Dropbox ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারে ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- ইনফ্রারেড ডিভাইসগুলি দৃশ্যমান আলোর বাইরে অবস্থিত তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চৌম্বক বিকিরণের সাথে যোগাযোগ করতে ব্যবহৃত হয়। - এই বিকিরণের দৈর্ঘ্য 700 থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। - এগুলো সাধারণত অল্প দূরত্বে যোগাযোগ করতে ব্যবহৃত হয়, যেমন টিভি রিমোট কন্ট্রোল, হাইব্রিড গাড়ির হেডলাইট এবং কার পার্কিং সেন্সর। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
✅ অ্যাপ এর current version -এ আপনাদের বেশিরভাগ মনে করতেছেন 'প্রশ্ন ব্যাংক' বাটনে শুধু বিষয়ভিত্তিক ভাবে প্রশ্ন দেওয়া আছে, যা ভুল। প্রতিটি বিষয়ের প্রশ্নগুলোকে বিষয়, টপিক ও সাব-টপিক ভিত্তিকভাবে সাজানো হয়েছে। টপিক বা সাব-টপিক দেখার জন্য "প্রতি বিষয়ের ডান পাশ [→] দেখতে পারবেন।
✅ প্রতি সপ্তাহের রিসেন্ট জব শুলুশন্স সবার জন্য ফ্রি থাকবে।
✅ ৪৭তম বিসিএস প্রস্তুতির MyExaminer অ্যাপ -এ মেগা আয়োজনে নিচের রুটিনে আলাদা কোর্সে নিয়মিত পরীক্ষা হচ্ছে, - টপিক ভিত্তিক ১২০ দিনের রুটিন (মোট পরীক্ষা ৬০টি) - টপিক ভিত্তিক ২২০ দিনের রুটিন - বাংলা ভাষা ও সাহিত্য - ইংরেজি ভাষা ও সাহিত্য - গণিত ও মানসিক দক্ষতা - প্রতি সপ্তাহে একটি বিষয়ের পুরো সিলেবাসের উপর একটি পরীক্ষা (এটি ফ্রি) - প্রতি সপ্তাহে একটি ফুল মডেল টেস্ট (আপকামিং)
এই আয়োজনে ৬ মাসের Full App Access প্যাকেজ ৫০% ডিসকাউন্টে ৩০০টাকা। অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
✅ চাকরির জন্য ৮০০ টাকা বিনিয়োগ তেমন কিছুই নয়। মাত্র ৮০০ টাকায়( ডিসকাউন্টেড প্রাইস, রেগুলার প্রাইস ১৪০০টাকা) দুই বছর মেয়াদী প্যাকেজ সাবস্ক্রাইব করে নিশ্চিন্তে নিয়মিত পরীক্ষা দিন। প্যাকেজ সাবস্ক্রাইভ করতে 'পেমেন্ট' বাটনে ক্লিক করুন, আমাদের আরও আছে ১, ৩, ৬ মাস বা ১ বছরের প্যাকেজ। মাত্র ৩ মাস পরে নিজেকে চিনতে পারবেন, আপনার প্রস্তুতি অনেক এগিয়েছে। প্যাকেজ সাবস্ক্রাইব করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আরও কয়েকটি অ্যাপ দেখে তারপর সাবস্ক্রাইব করবেন? এতে আপনার ক্ষতি, সময় নষ্ট করে আপনাকে এখানেই আসতে হবে। কারণ:
- আমরা পরীক্ষায় কমন আসা প্রশ্ন নিয়ে সেট তৈরি করি। - বাজারে প্রচলিত সব ভালো বই থেকে প্রতিটি ছোট ছোট টপিক থেকে প্রশ্ন করা হয়। - প্রশ্ন ব্যাংকে ডুপ্লিকেট প্রশ্ন পাবেন না। - প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। - অ্যাপের পরবর্তী আপডেটে জব সলিউশনস প্রশ্ন বিষয়ভিত্তিক, টপিকভিত্তিক ও সাব-টপিকভিত্তিক পাবেন। - এত বেশি পরিমাণ জব সলিউশনস সেট আছে যা শেষ করতে পারলে আপনি সেরা হবেন। - প্রয়োজনীয় সকল লেকচার শীট পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। - আমরা ২০১৮ সাল থেকে নিয়মিত সেবা দিয়ে আসছি। - অ্যাপে অনেক ফিচার রয়েছে যা আপনার প্রস্তুতিকে দ্রুত, কার্যকর এবং গতিশীল করে তুলবে।
☮ ৪৬তম বিসিএস -এ MyExaminer অ্যাপ থেকেঃ - সরাসরি কমনঃ ৮৮টি - ব্যাখ্যা থেকেঃ ৫৩টি - নিয়মের মধ্যেঃ ৩১টি - কমন পড়েনিঃ ২৮টি ☮বিষয়ভিত্তিক পর্যালোচনা-------------- ● বাংলা সাহিত্যঃ - সরাসরি কমনঃ ১৩টি - ব্যাখ্যা থেকেঃ ৪টি - কমন পড়েনিঃ ৩টি ● বাংলা ভাষাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - কমন পড়েনিঃ ২টি ● ইংরেজি সাহিত্যঃ - সরাসরি কমনঃ ৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ০টি ● ইংরেজি গ্রামারঃ - সরাসরি কমনঃ ৪টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - নিয়মের মধ্যেঃ ৭টি - কমন পড়েনিঃ ২টি ● বাংলাদেশ বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ৮টি - কমন পড়েনিঃ ৩টি ● আন্তর্জাতিক বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ৭টি ● সাধারণ বিজ্ঞানঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৩টি - কমন পড়েনিঃ ৫টি ● কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৬টি - কমন পড়েনিঃ ২টি ● গাণিতিক যুক্তিঃ - সরাসরি কমনঃ ০টি - নিয়মের মধ্যেঃ ১৪টি - কমন পড়েনিঃ ১টি ● মানসিক দক্ষতাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - নিয়মের মধ্যেঃ ১০টি - কমন পড়েনিঃ ১টি ● নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ - সরাসরি কমনঃ ৬টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - কমন পড়েনিঃ ২টি