The greatest number of 6 digits starts by 6 & ends with 6 is-
Solution
Correct Answer: Option B
বৃহত্তম সংখ্যা পাওয়ার জন্য, মাঝের চারটি স্থানে সম্ভাব্য সবচেয়ে বড় অঙ্ক বসাতে হবে। অঙ্কগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এদের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হলো ৯।
সুতরাং, মাঝের চারটি স্থানে ৯ বসালে সংখ্যাটি বৃহত্তম হবে: ৬ ৯ ৯ ৯ ৯ ৬
অতএব, ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ৬ দিয়ে শুরু হয় এবং ৬ দিয়ে শেষ হয় তা হলো ৬৯৯৯৯৬।