নিচের কোন এলোমেলো বর্ণকে সাজালে একটি মুদ্রার নাম পাওয়া যাবে না?
A OBMQU
B NODUP
C NADRI
D PIAUHR
Solution
Correct Answer: Option A
NODUP কে সাজালে পাওয়া যাবে Pound
NADRI কে সাজালে পাওয়া যাবে - Dinar
PIAUHR কে সাজালে পাওয়া যাবে - Rupiah.
শুধু OBMQU কে সাজালে কোনো মুদ্রার নাম পাওয়া যাব না।