Correct Answer: Option C
∎ প্রাইমারি স্টোরেজ ডিভাইস (primary storage device) : প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর উদহারন হলোRam (random access memory) | ram হলে কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি কম্পিউটার যখন অন থাকবে ram এ তখন সমস্ত তথ্য সমূহ সংরক্ষিত থাকবে , আর কম্পিউটার অফ থাকলে RAM সমস্ত তথ্যসমূহ মুছে ফেলে।
∎ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (secondary storage device) : সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হলো এমন এক ধরনের ডিভাইস যেখানে আপনি কম্পিউটার বা মোবাইল অন অথবা অফ অবস্থায় যেকোনো ডাটা স্থায়ীভাবে রাখতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছামত সেইগুলোকে পরবর্তীকালে মুছে ফেলতে পারেন। secondary storage device এর উদাহরণ হল ,
- Solid-state drives (SSDs),
- Hard disk drives (HDDs),
- Cloud storage,
- CD ROM drives,
- DVD drives,
- SD card ইত্যাদি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions