যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
Solution
Correct Answer: Option C
উপরোক্ত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হলে গোলাকৃতি বস্তুটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে কারণ গোলাকৃতি বস্তুর আয়তন কম হওয়ায় এদের বিরুদ্ধে বাতাসের বাঁধা কম কাজ করবে।