একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
A মা
B খালা
C বোন
D কন্যা
Solution
Correct Answer: Option C
ইঙ্গিত করা পুরুষের ভাইয়ের বাবা মহিলার দাদার একমাত্র ছেলে।
∴ মহিলা, ঐ পুরুষ এবং ঐ পুরুষের ভাই তাদের তিন জনের বাবা একজনই ।
∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক বোন।