প্রশ্নঃ-তিনটি ক্লাসের ছাত্র - ছাত্রীদের সংখ্যার অনুপাত 2:3:4 ।এখন প্রতিটি ক্লাসে ছাত্র - ছাত্রী সংখ্যা 12 জন করে বাড়লে অনুপাত হয় 8:11:14.ঐ তিনটি ক্লাসে ছাত্র - ছাত্রীর সংখ্যা যথাক্রমে 2x ,3x এবং 4x জন ।
উত্তরঃ-
∴ মোট ছাত্র - ছাত্রীর সংখ্যা =2x+3x+4x =9x জন
প্রশ্নমতে ,
(2x+12)/(3x+12 ) =8/11
বা,2x=36
∴x=18 জন
∴ শুরুতে মোট ছাত্র - ছাত্রী ছিল =9x =9×18 =162 জন