Solution
Correct Answer: Option B
RESENT অর্থ ক্রুদ্ধ হওয়া, তীব্র বিরক্তি, অসন্তুষ্ট হওয়া।
RESERVE অর্থ সংযম, মনোভাব সংবরণ, জমা রাখা, সঞ্চয় করা।
যেহেতু ক্রুব্দ হওয়ার বিপরীত শব্দ সংযম বা মনোভাব সংবরণ করা বোঝায়। সুতরাং, শব্দ দুইটি পরস্পর বিপরীত। তাই, উত্তর হওয়া উচিত অপশন ‘খ’ ।
উল্লেখ্য, প্রশ্নটি সরাসরি ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে। সেখানে প্রশ্নটির উত্তর হিসেবে ‘গ’ অপশন উল্লেখ করা হয়েছে। কিন্তু শব্দ দুটির অর্থ বিশ্লেষণে ‘গ’ উত্তর হিসেবে গ্রহণযোগ্য নয়।
সুতরাং, বিপিএসসি'র প্রশ্নকর্তা কোনটি সঠিক উত্তর হিসেবে নির্বাচন করেছেন, তা সঠিক বলা যাচ্ছে না।