Solution
Correct Answer: Option C
Black Death বলতে plague pandemic-কে বোঝায়।
-চতুর্দশ শতকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় ভয়ংকর এক রোগ ছড়িয়ে পড়ে।
-ইতিহাসে ভয়াবহতম এই মহামারী পরিচিত 'ব্ল্যাক ডেথ' নামে।
-ইউরোপে ১৩৪৬- ১৩৫৩ সাল পর্যন্ত চলে এই মহামারি।
-পরবর্তীতে এ রোগের নামকরণ করা হয় 'বিউবনিক প্লেগ'।
-ইউসিনিয়া পেসটিস নামের এক ব্যাকটেরিয়া ছিল এর মূল হোতা।
-এই ব্যাকটেরিয়ার পোষক ছিল আবার ওরিয়েন্টাল র্যাট ফ্লি নামের এক প্রজাতির মাছি। ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে ইদুর থেকে প্লেগ মানব দেহে ছড়িয়ে পড়ে।
‘ব্ল্যাক ডেথ" এর উৎপত্তি নিয়ে আছে নানা মত। তবে ধারণা করা হয় চীন ও কিরগিজস্তান সীমান্তের তিয়েন শান পাবর্ত্যাঞ্চল থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ব্ল্যাক ডেথ এশিয়া থেকে চীনা বণিকদের মাধ্যমে প্রথম যায় কৃষ্ণসাগরের উপকূলবর্তী ক্রিমিয়া প্রজাতন্ত্রে । এরপর এখান থেকে ইতালির জেনোয়া ও সিসিলি দ্বীপ হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে।