Solution
Correct Answer: Option B
- Telephone কাজ করে Cable (তার) বা wired connection-এর মাধ্যমে।
- অর্থাৎ টেলিফোনে যোগাযোগ হয় তারযুক্ত পদ্ধতিতে।
- অন্যদিকে, Radio তে যোগাযোগ বা সম্প্রচার হয় বেতার (wireless) মাধ্যমে।
- অর্থাৎ রেডিওতে কোনো তার লাগে না, এটি তরঙ্গের মাধ্যমে (wireless communication) কাজ করে।
তাই,
Telephone : Cable (তারযুক্ত যোগাযোগ)
Radio : Wireless (বেতার যোগাযোগ)