Account holder deposit is _____ for the bank.
Solution
Correct Answer: Option B
- ব্যাংকিং বা হিসাবরক্ষণের ভাষায়, দায় (Liability) হলো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের জন্য এমন একটি আর্থিক বাধ্যবাধকতা যা তাকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে।
- যখন একজন হিসাবধারী (account holder) ব্যাংকে টাকা জমা করেন, তখন ব্যাংক সেই টাকা গ্রহণ করে। কিন্তু ব্যাংক সেই টাকার মালিক হয়ে যায় না। ব্যাংক ওই হিসাবধারীর কাছে ওই পরিমাণ টাকা ফেরত দিতে বাধ্য থাকে। হিসাবধারী যখন চাইবেন (সঞ্চয়ী বা চলতি হিসাবের ক্ষেত্রে) বা নির্দিষ্ট মেয়াদ শেষে (স্থায়ী হিসাবের ক্ষেত্রে), ব্যাংককে সেই টাকা ফেরত দিতে হবে।
- যেহেতু ব্যাংক হিসাবধারীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে বাধ্য, তাই এটি ব্যাংকের জন্য একটি দায়। ব্যাংক এই টাকা গ্রাহকের পক্ষে রেখেছে এবং গ্রাহকের চাহিদামতো ফেরত দিতে প্রতিজ্ঞাবদ্ধ।