National Sports (46 টি প্রশ্ন )
 

'কাবাডি বাংলার অন্যতম জনপ্রিয় খেলা। বর্তমানে কাবাডি আন্তর্জাতিক ভাবেও খেলা হয়। এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের ছেলেরা খেলে থাকে। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বনে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কাবাডি ফেডারেশন গঠিত হয়েছে। পূর্বে কেবল মাত্র গ্রামে এই কাবাডি খেলার প্রচলন দেখা গেলেও বর্তমানে সব জায়গায় কাবাডি খেলা প্রচলিত হয়েছে।

১৯৭৮ সালে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায়প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠে।





 

Now. Sakib Al Hasan Bangladeshi players got highest number of wickets in the Test Cricket.




 

বি.কে.এস.পি. হলো একটি ক্রীড়া সংস্থার নাম


 

মা ও মনি হলো-একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম


 

এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম


 

ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরী করেছেন বাংলাদেশের মোঃ আশরাফুল


 

ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালে টেষ্ট মর্যাদা লাভ করে


 

বাংলাদেশ অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লসএঞ্জেলেস


 

নিয়াজ মোর্শেদ বিখ্যাত দাবা খেলোয়াড় হিসেবে


 

বাংলাদেশ ১০ম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে


 

বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট খেলার একযুগ পূর্তি হয় ১০ নভেম্বর ২০১২


 

ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাটকরতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন আবুল হাসান রাজু


 

বাংলাদেশে অভিষেক টেস্ট সেরা বোলিং করেন  সোহাগ গাজী


 

ক্রিকেটে  বাংলাদেশ ২০০০ সালে টেষ্ট স্ট্যাটাস লাভ করে


 

অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


 

বাংলাদেশ টেস্ট  ক্রিকেটে প্রথম জয়লাভ করে- ৩৫ তম টেস্টে


 

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬ জুন ২০০০। বাংলাদেশ টেস্ট  ক্রিকেটে প্রথম জয়লাভ করে ৬ - ১০ জানুয়ারি ২০০৫, জিম্বাবুয়ে।


 

বাংলাদেশ সর্বপ্রথম জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে ওয়ানডেও টেস্ট সিরিজে জয়লাভ করে


 

ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মোঃ আশরাফুল



 

বাংলাদেশে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন অলক কাপালী


 

বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৯৯৭সালে 



 

প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশের দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা


 

১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আই.সি.সি ট্রফি  জিতে নেয়


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0