হঠাৎ কোন বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করার সময় আপনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন সেক্ষেত্রে আপনি কি করবেন?
A আবেগের স্রোতে ভেসে যান ও আর বেশী উত্তেজিত হয়ে পড়েন
B আবেগের তুলনায় যুক্তিকে বেশী প্রাধান্য দেন
C যুক্তির বিচার না করে অধিকাংশ ক্ষেত্রেই আবেগ দ্বারা চালিত হয়ে পড়েন
D আলোচনা থেকে বিরত থাকেন