শুধুমাত্র একটি প্রসেসর সমর্থন করত কোন অপারেটিং সিস্টেমটি?
A. Windows-95
B. Windows-98
C. Linux
D. DOS
Answer: Option D
Solution(By Myexaminer Team)
- DOS এর পুর্ণরুপ Disk Operating Systems.- IBM কম্পিউটারের DOS কে বলা হয় PC-DOS । IBM ব্যতীত অন্য কম্পিউটারে ব্যবহৃত DOS কে বলা হতো MS-DOS |
- DOS একটি কমান্ড লাইন (Command Line) ভিত্তিক অপারেটিং সিস্টেম যার কোন ইউজার ইন্টারফেস (User Interface) ছিল না।
- এতে মাল্টিপ্রোগ্রামিং করা যায় না অর্থাৎ একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা যায় না।
- কেবলমাত্র একক ইউজার (single user) এবং একটি প্রসেসর (single processor) সমর্থন করে।
- পরবর্তীতে DOS কে আপগ্রেড (Upgrade) করা হয় এবং এর ওপর ভিত্তি করেই উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয়।
আজ Saturday, December 28, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
গণিত ও মানসিক দক্ষতা | পরীক্ষা-১৫ Time and Distance, Boats and Streams. |
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৫১ সাধারণ বিজ্ঞান তড়িৎঃ তড়িৎ প্রবাহ, রোধ, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, তাড়িত চৌম্বক আবেশ। ইলেকট্রনিক্সঃ P টাইপ ও n টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ডায়োড, অ্যাডাপ্টার, ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার, সমন্বিত বর্তনী। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬৪ সাধারণ জ্ঞান |
৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) | পরীক্ষা- ১০ বাংলাদেশ বিষয়াবলি
টপিক:
বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত( বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, গণ- অভ্যুত্থান ১৯৬৮-৬৯, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ,সেক্টর, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস)। |