একজন মহিলার ৫০টি হাঁস ছিল। ৮টি ছাড়া বাকি সব হাঁস মারা গেল। কতটি হাঁস জীবিত আছে?
Solution
Correct Answer: Option C
- প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে, মহিলার ৫০টি হাঁস ছিল।
- বলা হয়েছে, ৮টি ছাড়া বাকি সব হাঁস মারা গেছে।
- অর্থাৎ ৮টি হাঁসই জীবিত আছে, কারণ শুধুমাত্র এই ৮টি হাঁসই মৃত্যুর তালিকায় নেই।
সুতরাং সঠিক উত্তর ৮ টি।