Solution
Correct Answer: Option D
- কপিকল (Pulley) হলো একটি সরল যন্ত্র, যার মূল কাজ হলো কম শক্তি ব্যয় করে ভার উত্তোলন করা এবং প্রয়োগ করা বলের দিক পরিবর্তন করা।
- যখন একটি ধাতব চাকায় দড়ি জড়ানো থাকে এবং সেই দড়ি টেনে কোনো বস্তু তোলা হয়, তখন কপিকল সেই টানা বলের দিক পরিবর্তন করে ভার তুলতে সহায়তা করে। বিশেষ করে স্থির কপিকলে (fixed pulley) ব্যবহারকারী নিচের দিকে টান দিলেও বস্তু উপরে ওঠে।