Solution
Correct Answer: Option B
- "To read between the lines" একটি জনপ্রিয় ইংরেজি বাগধারা।
- এর আক্ষরিক অর্থ হলো লাইনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পড়া, যা অসম্ভব।
- এর ভাবার্থ হলো কোনো লেখা বা কথার সরাসরি অর্থের পেছনে থাকা লুকানো বা অন্তর্নিহিত অর্থ বোঝা।
- বক্তা বা লেখক যা স্পষ্টভাবে বলছেন না, কিন্তু ইঙ্গিতে বোঝাতে চাইছেন, তা অনুধাবন করাকেই "reading between the lines" বলা হয়।
- সুতরাং, সঠিক উত্তরটি হলো (B) to grasp the hidden meaning, অর্থাৎ লুকানো অর্থ বোঝা।