যদি মাসের প্রথম দিন সোমবার হয়, তবে মাসের ১২তম দিন কী বার?

A রবিবার

B শুক্রবার

C বুধবার

D সোমবার

Solution

Correct Answer: Option B

মাসের প্রথম দিন = সোমবার।

আমরা পার্থক্য বের করি: ১২তম দিন − ১ম দিন = ১১ দিন।

এখন ১১ দিনকে ৭ দিয়ে ভাগ করি:
১১ ÷ ৭ = ১ পূর্ণ সপ্তাহ + ৪ দিন অবশিষ্ট।
অর্থাৎ ১২তম দিন = ১ম দিন + ৪ দিন।
১ম দিন = সোমবার
সোমবার + ৪ দিন = শুক্রবার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions