Which aspect of a verb must remain unchanged when translating it?
Solution
Correct Answer: Option A
যখন একটি ক্রিয়া (verb) অনুবাদ করা হয়, তখন ক্রিয়ার কাল (tense) অপরিবর্তিত থাকতে হবে। কারণ, ক্রিয়ার কাল একটি বাক্যের সময় নির্দেশ করে এবং এটি বাক্যের মূল অর্থ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।