ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি উল্টোভাবে সাজালে বামদিক থেকে 14 নং অক্ষর হবে-
Solution
Correct Answer: Option D
ইংরেজি বর্ণমালায় মোট ২৬টি অক্ষর রয়েছে। বর্ণমালাকে উল্টোভাবে সাজালে Z প্রথম (১ম), Y দ্বিতীয় (২য়), X তৃতীয় (৩য়) এবং A শেষ (২৬তম) অক্ষর হবে।
বামদিক থেকে ১৪তম অক্ষরটি বের করার একটি সহজ উপায় হলো:
মোট অক্ষর সংখ্যা থেকে যততম অক্ষর বের করতে হবে তার থেকে এক কম বিয়োগ করা। অর্থাৎ, ২৬ - (১৪-১) = ১৩তম অক্ষর।
বা, (মোট অক্ষর + ১) - (উল্টো দিক থেকে অবস্থান) = (২৬ + ১) - ১৪ = ২৭ - ১৪ = ১৩।
এখন, স্বাভাবিকভাবে বর্ণমালার শুরু থেকে অর্থাৎ A থেকে ১৩তম অক্ষরটি হলো M।
সুতরাং, উল্টোভাবে সাজালে বামদিক থেকে ১৪তম অক্ষরটি হবে M।