একটি গাছের গুঁড়ি থেকে ৪ ফুট দৈর্ঘ্যের একটি অংশ কাটা নিতে ১ মিনিট সময় লাগে। যদি গাছটিকে সমান ১২ ভাগে ভাগ করতে হয়, তাহলে মোট কত মিনিট সময় প্রয়োজন হবে?
A ১১ মিনিট
B ১২ মিনিট
C ১০ মিনিট
D ১৩ মিনিট
Solution
Correct Answer: Option A
গাছের গুঁড়ি থেকে ১২ ভাগে ভাগ করতে হলে, ১২টি খণ্ড তৈরি করতে হবে না, বরং ১২টি খণ্ড পেতে ১১টি কাট দিতে হবে। কারণ প্রতিটি কাট একটি নতুন খণ্ড তৈরি করে।
প্রতিটি কাট দিতে ১ মিনিট সময় লাগে। সুতরাং, ১১টি কাট দিতে সময় লাগবে = 11 × 1 = 11 মিনিট